Ajker Patrika

নোবিপ্রবির উপাচার্য-রেজিস্ট্রারের কার্যালয়ে তালা, কোষাধ্যক্ষের পদত্যাগ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১০: ৩৯
নোবিপ্রবির উপাচার্য-রেজিস্ট্রারের কার্যালয়ে তালা, কোষাধ্যক্ষের পদত্যাগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করেছেন। গতকাল শনিবার রাতে শিক্ষার্থীদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

গতকাল শনিবার রাতে নেওয়াজ মোহাম্মদ বাহাদুর গণমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে তিনি অপারগ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অবগত করেছেন। 

নেওয়াজ মোহাম্মদ বাহাদুর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এদিকে গতকাল রাতে শিক্ষার্থীদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ও শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পদত্যাগ না করায় উপাচার্য প্রফেসর দিদারুল আলম, উপ-উপাচার্য প্রফেসর আবদুল বাকী এবং রেজিস্ট্রার মো. জসীম উদ্দিনের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ভিসির কক্ষের নামফলক থেকে নাম সরিয়ে ফেলেন তাঁরা। 

বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বনী ইয়ামিন বলেন, ‘আজ থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারকে এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাঁদের কখনো এই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।’ 

গত শুক্রবার রাতে ভিসিসহ কর্মকর্তাদের শনিবার বিকেল ৪টার মধ্যে পদত্যাগের সময় বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়কেরা। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরসহ ৯ জন পদত্যাগপত্র জমা দেন। তবে উপাচার্য প্রফেসর দিদারুল আলম, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আব্দুল বাকী এবং রেজিস্ট্রার জসীম উদ্দিন এখনো পদত্যাগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত