Ajker Patrika

নলচিরা-চেয়ারম্যান ঘাটে যাত্রী পারাপার বন্ধ, জেলেদের সতর্ক করে মাইকিং

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নলচিরা-চেয়ারম্যান ঘাটে যাত্রী পারাপার বন্ধ, জেলেদের সতর্ক করে মাইকিং

নোয়াখালী হাতিয়ার বিভিন্ন মাছ ঘাট ও জেলেপল্লিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেদের সতর্ক করে মাইকিং করেছে কোস্টগার্ড। আজ সোমবার সকাল থেকে মাইকিং করা হয়েছে। 
 
জানা গেছে, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে। এতে সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজ সকাল থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

অপরদিকে, সকাল থেকে হাতিয়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগরে নিম্নচাপ ও পূর্ণিমার কারণে জোয়ারের তীব্রতা বেড়েছে। অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল। নিঝুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে কয়েকটি ওয়ার্ডের আমন ধান তলিয়ে গেছে। এ ছাড়া নলচিরা ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে তিনটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে নিচু এলাকায় বসবাস করা মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে। 

হাতিয়ার বিভিন্ন মাছ ঘাট ও জেলেপল্লিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেদের সতর্ক করে মাইকিং করা হয়েছে। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর উল্যা শিবলী বলেন, ‘জোয়ারে ইউনিয়নের ফরাজি গ্রাম ও তালুকদার গ্রামের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। অনেকের বসতঘরে পানি ঢুকে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত