Ajker Patrika

ফ্যানের সঙ্গে ঝুলছিল রশি, এনজিও কর্মীর মরদেহ চেয়ারে 

কক্সবাজার প্রতিনিধি
ফ্যানের সঙ্গে ঝুলছিল রশি, এনজিও কর্মীর মরদেহ চেয়ারে 

কক্সবাজারের উখিয়ায় এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশনের ঝাউতলার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আল মাসুদ (২৮)। তিনি এনআরসি নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ শফির ছেলে তিনি। 

রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার জানান, পাঁচ মাস আগে মাসুদ কোটবাজারের মোহাম্মদ রাসেলের ভাড়া বাসায় ওঠেন। গতকাল বুধবার রাতে তাঁর সাড়া শব্দ না পেয়ে বাসার মালিকসহ প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে দেখতে পান মাসুদের মরদেহ পড়ে আছে। তখন বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই কক্ষের দরজায় ভেতর দিয়ে ছিটকিনি দেওয়া ছিল। দরজা ভেঙে তাঁর লাশ চেয়ারে লাশ কাত হয়ে পড়া অবস্থায় দেখা গেছে। আর লাশের গলায় দাগ পাওয়া গেছে। এছাড়া সিলিং ফ্যানের সঙ্গে দড়ি ঝোলানো ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত