Ajker Patrika

রাঙামাটিতে সেতু ধসে নিহত ১, আহত ১৬

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ৫২
রাঙামাটিতে সেতু ধসে নিহত ১, আহত ১৬

রাঙামাটিতে সেতু ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আসামস্তি কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতুতে এ ঘটনা ঘটে। 

শ্রমিকেরা জানান, ২০-২২ জন শ্রমিক সকাল থেকে সেতুর ঢালাইয়ের কাজ করছিলেন। ঢালাই চলাকালে একপর্যায়ে মিক্সার মেশিনসহ সেতুর স্লাব ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে ঢালাই কাজে নেতৃত্বে থাকা মাঝি রফিকের মৃত্যু হয়। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা শওকত আকবর খান বলেন, মোট ১৬ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ থেকে রফিক নামে একজনের মৃত্যু হয়েছে। 

বাকি আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে খবর পেয়ে রাঙামাটি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সেতু ধসের ঘটনায় ঢালাই নেতৃত্বে থাকা রফিকের মৃত্যু হয়এ ঘটনায় স্থানীয়রা নির্মাণকারী প্রতিষ্ঠানকে দোষারোপ করছেন। কারণ এত বড় সেতু ঢালাইয়ের সেল্টারিং কাজে ব্যবহার করা হচ্ছিল কাঠের খুঁটি। ফলে অল্প ঝাঁকুনিতে সেল্টারিং ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পর নির্মাণকারী সংস্থা এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত