Ajker Patrika

লবণ মাঠ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৪, ২২: ৩৬
লবণ মাঠ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের মহেশখালীতে প্যারাবন (ম্যানগ্রোভ) কেটে বানানো লবণ মাঠ দখল গিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে এ গুলির ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষের কারণে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

নিহত ব্যক্তির নাম মো. সাইফুল (৩৮)। তিনি বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও শাহ আলম নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে আটক করে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। 

ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। এ ছাড়া জড়িত অন্যদের আটকে অভিযান চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত