Ajker Patrika

‘পাকা করা লাগব না, রাস্তায় ইট বিছিয়ে দিলেই আমরা খুশি’

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দারা গাছের গুঁড়ি ফেলে তার ওপর দিয়ে চলাচল করেন। ছবি: আজকের পত্রিকা
ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দারা গাছের গুঁড়ি ফেলে তার ওপর দিয়ে চলাচল করেন। ছবি: আজকের পত্রিকা

রাস্তা পাকা নয়, চলাচলের জন্য ইটের সলিং করে দিলেই তাঁরা খুশি। এমনই আবেদন করেছেন ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দারা। মাত্র ৪০০ মিটার রাস্তার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার বেশ কয়েকটি বাড়ির মানুষ। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দা ও পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এলাকাবাসীর পক্ষে পৌর প্রশাসক বরাবর সড়কটি সংস্কারের জন্য লিখিত আবেদন করেছেন।

আবুল কাশেম, মিজানুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব বড়ালী সর্দার বাড়ি থেকে জলই বাড়ির রাস্তাটি বর্ষার শুরু থেকেই ভোগান্তির কারণ। রাস্তার ওপর নোংরা পানি থাকে সব সময়। নিয়মিত চলাচলকারীরা গাছের গুঁড়ি দিয়ে রাখেন। নামাজ পড়তে যেতেও নোংরা পানি মাড়িয়েই যেতে হয়। অনেক সময় পা পিছলে পড়ে গেলে কাদাপানিতে সব একাকার হয়ে যায়। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘৪০০ মিটার রাস্তা সলিংয়ের জন্য একটি আবেদন পেয়েছি, দ্রুত তা বাস্তবায়নের চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত