Ajker Patrika

গফরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিবিরের নেতাসহ ২ অটোযাত্রী নিহত

ময়মনসিংহ ও গফরগাঁও প্রতিনিধি
ইকবাল হোসাইন ও মিনহাজুল ইসলাম ওয়াসিম। ছবি: সংগৃহীত
ইকবাল হোসাইন ও মিনহাজুল ইসলাম ওয়াসিম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হন তিন যাত্রী। আজ সোমবার দুপুরে উপজেলার পাগলা থানার গফরগাঁও-কিশোরগঞ্জ সড়কের পাঁচভাগ ইউনিয়নের চৌকা বাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালী গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. ইকবাল হোসাইন (৫০) ও দীঘিরপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মিনহাজুল ইসলাম ওয়াসিম (২৫)। মিনহাজুল ইসলাম ওয়াসিম পাঁচবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি। ইকবাল হোসাইন বামনখালী বটতলা বাজারের ইকবাল স্টোরের স্বত্বাধিকারী।

এ ছাড়া আহত দুই যাত্রী হলেন নাজমুল ও আবু সাইদ। তাঁদের পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টাংগাব ইউনিয়নের বটতলা এলাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা চৌকা বাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী ইকবাল হোসেনের মৃত্যু হয়। তিনি মনিহারি ব্যবসায়ী ছিলেন। এ সময় তিন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মিনহাজুল ইসলাম ওয়াসিমকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজন ও একজনের মরদেহ নিয়ে আসা হয়েছিল।

আহত দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত