Ajker Patrika

নোয়াখালীতে ৬টি দোকান আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ৬টি দোকান আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নোয়াখালীর জেলা শহর মাইজদীর দত্তেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে দত্তেরহাট বাজারের পূর্ব মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

দোকানগুলো হলো রহমান ব্রাদার্স, পদ্মকলি, আফিজা ফল বিতান, মায়ের আঁচল, আলাউদ্দিন গ্রীল ওয়ার্কশপ ও সেলুন। পরে স্থানীয়রা মাইজদী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। 

পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুর রহমান শামীম বলেন, দত্তের হাট বাজারে পূর্ব মোড়ের পদ্মকলিসহ বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। মাইজদী ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। 

নোয়াখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. ইব্রাহীম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে আগুনে ৬টি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত