Ajker Patrika

সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, এক সপ্তাহে আহত অর্ধশতাধিক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৯: ০৪
বেওয়ারিশ কুকুরগুলো দল বেঁধে চলাফেরা করে। এতে পথচারীরা আতঙ্কে থাকে। সৈয়দপুর পৌর এলাকা থেকে রোববার তোলা। ছবি: আজকের পত্রিকা
বেওয়ারিশ কুকুরগুলো দল বেঁধে চলাফেরা করে। এতে পথচারীরা আতঙ্কে থাকে। সৈয়দপুর পৌর এলাকা থেকে রোববার তোলা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে গেছে। শহরের অনেক অলিগলি এখন কুকুরের দখলে। এতে নারী, শিশু, বৃদ্ধসহ পথচারীরা আতঙ্কে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে অর্ধশতাধিক বাসিন্দা কুকুরের কামড়ে আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন। তবে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১০০ শয্যার হাসপাতালে ভ্যাকসিন না থাকায় আহতদের চিকিৎসায় ভোগান্তি হচ্ছে।

স্থানীয়রা জানান, দিনের বেলাতেই দল বেঁধে কুকুর চলাফেরা করছে। পথচারী, স্কুলগামী শিক্ষার্থী, হাটবাজারে যাতায়াতকারী নারী-পুরুষ ও মসজিদগামী মুসল্লিদের লক্ষ্য করে দৌড়ে গিয়ে কামড়ে দিচ্ছে। অনেকে আতঙ্কে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

ইসলামবাগ বড় মসজিদের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় আমার ছেলে দোকান থেকে খাবার আনতে গেলে কুকুর হাতে কামড় দিয়ে খাবার কেড়ে নেয়। হাতে কয়েকটি সেলাই নিতে হয়েছে।’

মিস্ত্রিপাড়ার বাসিন্দা আনিছুর রহমান জানান, তাঁর বাবা ফজরের নামাজে যাওয়ার পথে কুকুরের কামড়ে আহত হয়েছেন। ভ্যাকসিন না থাকায় তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিতে হয়েছে।

রেলওয়ের টিকিট পরীক্ষক রাসেল আহমেদ বলেন, ‘ভোরে বাসায় ফেরার পথে ৮-১০টি কুকুর তাড়া করে আক্রমণের চেষ্টা করে। অল্পের জন্য রক্ষা পাই।’

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহে শুধু এই হাসপাতালে ১৪ জন কুকুরে কামড়ানো রোগী এসেছে। শনিবারই ১১ জনকে কামড় দিয়েছে। ভ্যাকসিন না থাকায় তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে নিউটারিং, টিকাদান ও সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। না হলে জলাতঙ্কের ঝুঁকি থেকেই যাবে।’

সৈয়দপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী আব্দুল খালেক বলেন, ‘বেওয়ারিশ কুকুর অপসারণের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় আমরা সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে পরিকল্পিত নিউটারিংসহ (বন্ধ্যাকরণ) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত