Ajker Patrika

সীতাকুণ্ডে পুলিশভ্যানে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনায় গেটম্যান সাময়িক বরখাস্ত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১০: ০২
সীতাকুণ্ডে পুলিশভ্যানে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনায় গেটম্যান সাময়িক বরখাস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট রেলক্রসিংয়ে আটকে পড়া পুলিশবাহী ভ্যানে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনায় দায়িত্বরত গেটম্যান শাহরিয়ার মাহমুদ দিপুকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রোববার রাতে তাঁকে বরখাস্ত করা হয়। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। 

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেলক্রসিংয়ে পারাপারের নিরাপত্তায় দায়িত্বরত গেটম্যান সার্বক্ষণিক কর্মরত থাকার কথা। কিন্তু সেখানে কর্মরত গেটম্যান দিপু দুর্ঘটনার সময় অনুপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। শুধু তাই নয়, ট্রেন আসার সময় নামানো হয়নি ক্রসিংয়ে থাকা বাঁশটি। তাই প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধানের মাধ্যমে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

রেলওয়ে সূত্রে জানা যায়, তদন্ত কমিটির সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান, বিভাগীয় প্রকৌশলী (ডিএন-১) রফিকুল ইসলাম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজাউনুর রহমান। 

উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাটসংলগ্ন রেলক্রসিংয়ে আটকে পড়া সীতাকুণ্ড থানার পুলিশবাহী পিকআপ ভ্যানকে ট্রেন ধাক্কা দেয়। এতে এস্কান্দর আলি মোল্লা, মিজানুর রহমান ও মো. হোসাইন নামে তিন পুলিশ সদস্য নিহত হন। আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সুজন শর্মা, গাড়িচালক সমর চন্দ্র সরকার ও ইউপি সদস্য শাহাদাত হোসেন।  

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, রেললাইন অতিক্রমকালে রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান দিপু সেখানে উপস্থিত ছিলেন না। সিগন্যালের বাঁশ ওপরে ওঠানো ছিল। এতে ট্রেন আসছে না মনে করে পুলিশ সদস্যবাহী ভ্যানটি রেললাইনে উঠে যায় এবং ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পুলিশ সদস্যদের তিনটি অস্ত্র (শটগান) ভেঙে গেছে। দুর্ঘটনাস্থল থেকে ১৬ রাউন্ড শটগানের গুলি পাওয়া গেলেও উপপরিদর্শক সুজন শর্মার নামে ইস্যু করা পিস্তলের গুলিগুলো পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত