Ajker Patrika

খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই শিশুর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই শিশুর মৃত্যু

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ধর্মপুর এলাকার ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো—ওই এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩২) ও তাঁর দুই শিশু সন্তান শাহিদ (৪) ও সিয়াম (২)। 

স্থানীয়রা জানায়, সুমি আজ বেলা ১১টার দিকে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। এ সময় তাঁর দুই সন্তান পাশে খেলা করছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়লে দুই সন্তানসহ সুমি খড়ের গাদায় চাপা পড়ে। পরে সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক মিথিলা কানন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। 

ফুলগাজি থানার উপপরিদর্শক (এএসআই) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত