Ajker Patrika

ছাগলের দুধ খেয়ে বড় হচ্ছে বাঘের বাচ্চা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩: ৪৬
Thumbnail image

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘের ঘরে এসেছে নতুন অতিথি। গত ২৬ আগস্ট এ শাবকের জন্ম দিয়েছে তিন বছর বয়সী সাদা বাঘ শুভ্রা।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালে আফ্রিকা থেকে রাজ ও পরী নামের দুটি বাঘ আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। সে বছর ১৯ জুলাই পরীর গর্ভে জন্ম নিয়েছিল বিরল প্রজাতির শুভ্রা। একটি বাঘ মূলত আড়াই থেকে তিন বছর বয়সে বাচ্চার জন্ম দিতে পারে। সে হিসাবে তিন বছরের মাথায় এবার নতুন বাচ্চা এল শুভ্রার ঘরে।

ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, সমস্যা হলো বাচ্চার জন্ম দিলেও লালন পালনে খুব একটা আগ্রহী নয় মা। এ ছাড়া বাঘের বাচ্চার মৃত্যুহারও অনেক বেশি। তাই আমরা আলাদা করে যত্ন নিচ্ছি এ শাবকের।

চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ শুভ্রার ঘরের নতুন অতিথিযত্ন নেওয়া বিষয়ে এ কিউরেটর বলেন, অনেকটা মানুষের বাচ্চার মতোই বাঘের বাচ্চার যত্ন নিতে হয়। এটাকে যেভাবে যত্ন নিচ্ছি, আমি সেভাবে আমার মেয়েকেও যত্ন নিইনি। প্রতিদিন চারবার করে দুধ খাওয়াতে হচ্ছে। ছাগলের দুধ পান করাতে অভ্যস্ত করছি আমরা। বাচ্চাটি ৫০ থেকে ৭৫ মিলিমিটার দুধ পান করে এক একবারে। গোসল করাতে হচ্ছে নিয়মিত। প্রস্রাব-পায়খানা করলে পরিষ্কার করছি। জামা কাপড় পাল্টে দিচ্ছি। এ ছাড়া খুব বেশি তাপমাত্রায় বাঘের শাবক থাকতে পারে না, তাই ঘরের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস রাখতে হচ্ছে। অনেক পরিশ্রম যাচ্ছে।

প্রথম দুই মাস আমরা দুধ খাওয়াব। এরপর ধীরে ধীরে মাংস খেতে পারে বাঘের ছানা।

তিনি আরও বলেন, এখনো তার শারীরিক জটিলতা পাইনি, সম্পূর্ণ সুস্থ আছে। এভাবে আলাদা করে আমরা ছয় মাস লালন পালন করব। তারপর খাঁচায় দেব। আগের বাঘ শাবক জো বাইডেনকে লালন পালনের অভিজ্ঞতা আছে আমাদের। সেটি বেশ কাজে লাগছে। আশা করি এটির লালন পালনে খুব একটা সমস্যা হবে না। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা হলো ১০ টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত