Ajker Patrika

বেগমগঞ্জে সংঘর্ষের পর খালে পড়ল ট্রাক ও অটোরিকশা, নিহত ৩ 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ১৫: ৩৩
বেগমগঞ্জে সংঘর্ষের পর খালে পড়ল ট্রাক ও অটোরিকশা, নিহত ৩ 

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে উভয় যান খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ‘খবর পেয়ে আজ সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক ও অটোরিকশা খাল থেকে উদ্ধারে আমরা কাজ করছি। ধারণা করা হচ্ছে, আজ ভোরে লক্ষ্মীপুরগামী ট্রাক ও চৌমুহনী চৌরাস্তাগামী অটোরিকশার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।’ 

দুর্ঘটনার সঠিক সময়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। তবে আজ বেলা ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন সেনাসদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের উত্তর পাশের খালে পড়ে। সকালে স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে খালে নেমে অটোরিকশার ভেতরে দুটি মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। 

খবর পেয়ে বেগমগঞ্জ থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত