Ajker Patrika

ভারতের সঙ্গে মিল রেখে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪৯
ভারতের সঙ্গে মিল রেখে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের

নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন করেছেন জেলেরা। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন সময় মাছ ধরার ওপর দেওয়া নিষেধাজ্ঞা পাশের দেশের সঙ্গে মিল রেখে নির্ধারণের দাবিতে এই মাননবন্ধন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সূর্যমুখী ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সূর্যমুখী বাজার ও মাছঘাটের সভাপতি মো. আলাউদ্দিন, মাছ ব্যবসায়ী মো. আশ্রাফ মিয়া, ফয়জুর রহমান নান্টু ও ট্রলারমালিক মো. সালাউদ্দিনসহ প্রায় পাঁচ শতাধিক জেলে, ব্যবসায়ী ও ঘাট শ্রমিকেরা।

জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকলেও ভারতসহ বিভিন্ন দেশের জেলেরা এ দেশের জলসীমায় এসে মাছ শিকার করে নিয়ে যায়। এই বিষয়ে বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে বলার পরও কোনো ফল পাওয়া যায়নি। তাঁদের দাবি মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা পাশের দেশ ভারতের সঙ্গে মিল রেখে নির্ধারণ করা হোক।

পাশাপাশি জেলেরা মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় আরও কমিয়ে ১২ দিন করার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত