নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘নারায়ে তকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালত ইয়া রাসুলুল্লাহ’ এই দরুদ লাখো মানুষের কণ্ঠে। জিইসি মোড় থেকে যখন জুলুসের বিশাল র্যালি যাচ্ছিল তখন এ রকম হামদ, নাত, দরুদে মুখরিত হয় জুলুস ও আশপাশের এলাকা। এর মধ্যে দিয়ে জুলুসের বয়স হয় ৫০ বছর।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবীর (স) জশনে জুলুস শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মজিআ)।
আজ রোববার সকালে ষোলোশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়।
আয়োজক কমিটি জানায়, শুরু হওয়ার পর বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার অলিখাঁ মসজিদ, প্যারেড মাঠের পশ্চিম পাশ, চট্টগ্রাম কলেজ, গণি বেকারি, খাস্তগীর স্কুল, ডা. এমএ হাশেম চত্বর (জামালখান), আসকার দীঘির উত্তর পাড়, কাজীর দেউড়িতেও যায় জুলুস।
জুলুসের গাড়িতে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা অংশ নেওয়া মানুষদের জন্য পানি ও খাবারের ব্যবস্থাও করেন। শরবত, চকলেট, খেজুর, জিলাপি, জুস বিতরণ করছেন অনেক স্বেচ্ছাসেবী। জামালখানে কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে পানির বোতল বিতরণ করতে দেখা যায়। এর আগে জুলুসে অংশ নিতে ভোর থেকে নবীপ্রেমী মানুষ জড়ো হতে থাকেন ষোলোশহরের জামেয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায়। জুলুসের রোডম্যাপের মোড়ে মোড়ে অপেক্ষা করেন স্বেচ্ছাসেবক ও হুজুর কেবলার ভক্তরা।
জুলুস শেষে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় মাহফিল। এরপর জোহরের নামাজ শেষে দোয়া ও আখেরি মোনাজাত করা হয়।
‘নারায়ে তকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালত ইয়া রাসুলুল্লাহ’ এই দরুদ লাখো মানুষের কণ্ঠে। জিইসি মোড় থেকে যখন জুলুসের বিশাল র্যালি যাচ্ছিল তখন এ রকম হামদ, নাত, দরুদে মুখরিত হয় জুলুস ও আশপাশের এলাকা। এর মধ্যে দিয়ে জুলুসের বয়স হয় ৫০ বছর।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবীর (স) জশনে জুলুস শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মজিআ)।
আজ রোববার সকালে ষোলোশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়।
আয়োজক কমিটি জানায়, শুরু হওয়ার পর বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার অলিখাঁ মসজিদ, প্যারেড মাঠের পশ্চিম পাশ, চট্টগ্রাম কলেজ, গণি বেকারি, খাস্তগীর স্কুল, ডা. এমএ হাশেম চত্বর (জামালখান), আসকার দীঘির উত্তর পাড়, কাজীর দেউড়িতেও যায় জুলুস।
জুলুসের গাড়িতে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা অংশ নেওয়া মানুষদের জন্য পানি ও খাবারের ব্যবস্থাও করেন। শরবত, চকলেট, খেজুর, জিলাপি, জুস বিতরণ করছেন অনেক স্বেচ্ছাসেবী। জামালখানে কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে পানির বোতল বিতরণ করতে দেখা যায়। এর আগে জুলুসে অংশ নিতে ভোর থেকে নবীপ্রেমী মানুষ জড়ো হতে থাকেন ষোলোশহরের জামেয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায়। জুলুসের রোডম্যাপের মোড়ে মোড়ে অপেক্ষা করেন স্বেচ্ছাসেবক ও হুজুর কেবলার ভক্তরা।
জুলুস শেষে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় মাহফিল। এরপর জোহরের নামাজ শেষে দোয়া ও আখেরি মোনাজাত করা হয়।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
২ ঘণ্টা আগে