Ajker Patrika

চট্টগ্রামে নিখোঁজের ৪ দিন পর খাল থেকে নারীর লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৭: ২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নিখোঁজের চার দিন পর কর্ণফুলী নদীসংলগ্ন একটি খাল থেকে দিলরুবা বেগম পপি (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের কালারপোল এলাকার একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি স্বামীর সঙ্গে কোতোয়ালি থানার লাভলেইন এলাকায় থাকতেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সম্ভবত তিন-চার দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ওসি আরও বলেন, দিলরুবা বেগম পপিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে তাঁর পরিবারের সদস্যরা। এ জন্য তাঁরা পপির স্বামী আব্দুল আলীমকে দোষারোপ করছে।

পপির ভাই সেলিম উল্লাহ বলেন, ‘২০১০ সালে আমার বোনের সঙ্গে আবদুল আলিমের বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে ও মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে আলিম আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আমার বোন এসব বিষয় আমাদের জানিয়েছিলেন। পরে আমরা কয়েকবার সামাজিকভাবে সেটা সমাধানের চেষ্টা করি।’

সেলিম উল্লাহ আরও বলেন, ‘গত ২৭ অক্টোবর রাতে আলিম আমাদের ফোন দিয়ে বলেন বোনকে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা বিভিন্ন জায়গায় বোনের খোঁজ করেও পাইনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে আমরা জানতে পারি, কালারপোল ব্রিজের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এরপর আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বোনের লাশ শনাক্ত করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত