Ajker Patrika

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গ্রেপ্তার ৯

চাঁদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১২ জনকে আটক করে নৌ পুলিশ। এদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তিনজনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা, পাঁচজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

আজ শুক্রবার রাত ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—একরাম মোল্লা (১৮), নাজমুল হাসান (২০), শহর আলী (১৯) ও জুম্মান হাওলাদার (১৯)।

নিয়মিত মামলার আসামিরা হলেন—রাজু সৈয়াল (২২), মো. মাইনুদ্দিন (৩৮), মো. কাশেম বকাউল (৪৫), মো. আলমগীর গাজী (২৪), মো. মুছা কালিমুল্লাহ (২৫)। আর তিন কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নৌ পুলিশ জানায়, টাস্কফোর্সের সহযোগিতায় নৌ পুলিশ (৩১ অক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকার অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় লাখ মিটার কারেন্টজাল, মা ইলিশ ৪২ কেজি ও মাছ ধরার তিনটি পুরাতন কাঠের নৌকা জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ওসি বলেন, জব্দ করা নৌকা ও কারেন্টজাল মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জব্দ করা ইলিশ গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগ, চাঁদপুর জেলা, নদী, ইলিশ, জরিমানা, গ্রেপ্তার, জেলে, মামলা, জেলার খবর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত