Ajker Patrika

৩০ বছর পর কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১: ৩১
৩০ বছর পর কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন

৩০ বছর পর কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলনে কমিটি ছাড়াই কাউন্সিল অধিবেশন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতারা জানিয়ে দেন, কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। 

পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ। 

বিকেলে সম্মেলন শেষে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী হন। অধিবেশনে প্রার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। পরে কেন্দ্রীয় নেতারা জানান, পৌর যুবলীগের কমিটি কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিল অধিবেশনে প্রার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়নি।’

উল্লেখ্য, কক্সবাজার পৌর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৩ সালে। দীর্ঘ ৩০ বছর পর সম্মেলন হলেও কমিটি না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত