Ajker Patrika

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুবি প্রতিনিধি 
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৪: ৪২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ১২টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, ‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২টি আবেদন জমা পড়ে। আসনপ্রতি ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা দিতে চাঁদপুর থেকে আগত সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, ‘এক্সামের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছিল। তবে প্রস্তুতি যদি আরও ভালো করে নিতাম, তাহলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আশাহত হয়নি।’

আরেক পরীক্ষার্থী রোবাইয়া আলম খুশবু বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার মান স্ট্যান্ডার্ড ছিল। ক্লাসে শিক্ষকদের ব্যবহারও ভালো ছিল। চান্স পাব বলে আশা করা যায়।’

জানতে চাইলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য যে ত্রুটি ছিল, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত