Ajker Patrika

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর স্থগিত

প্রতিনিধি, কক্সবাজার
রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ষষ্ঠ দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবির থেকে যাওয়া চার হাজারের বেশি রোহিঙ্গা চট্টগ্রাম গিয়ে আটকা পড়েছেন।

গত মঙ্গলবার ২ হাজার ৫৫০ জন এবং বুধবার  ১ হাজার ৭১৬ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম নেওয়া হয়।

এর মধ্যে বুধবার দুই হাজারের বেশি রোহিঙ্গাকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার  শামীম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে যেকোনো সময় রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, রোহিঙ্গাদের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা  হয়েছে। এ দফায় স্থানান্তরের জন্য প্রস্তুত রোহিঙ্গাদের মধ্যে গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭৩ পরিবারের ৪৯৭ জন সদস্যও রয়েছেন। 

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পাঁচ দফায় অন্তত ১৪ হাজার ২০০ রোহিঙ্গা ভাসানচর স্থানান্তরিত হয়েছে। এ দফার দলটি পৌঁছলে সেখানে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়াবে ১৮ হাজারের বেশি।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আট লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই বাংলাদেশে দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত