প্রতিনিধি, কক্সবাজার
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ষষ্ঠ দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবির থেকে যাওয়া চার হাজারের বেশি রোহিঙ্গা চট্টগ্রাম গিয়ে আটকা পড়েছেন।
গত মঙ্গলবার ২ হাজার ৫৫০ জন এবং বুধবার ১ হাজার ৭১৬ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম নেওয়া হয়।
এর মধ্যে বুধবার দুই হাজারের বেশি রোহিঙ্গাকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শামীম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে যেকোনো সময় রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, রোহিঙ্গাদের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। এ দফায় স্থানান্তরের জন্য প্রস্তুত রোহিঙ্গাদের মধ্যে গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭৩ পরিবারের ৪৯৭ জন সদস্যও রয়েছেন।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পাঁচ দফায় অন্তত ১৪ হাজার ২০০ রোহিঙ্গা ভাসানচর স্থানান্তরিত হয়েছে। এ দফার দলটি পৌঁছলে সেখানে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়াবে ১৮ হাজারের বেশি।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আট লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই বাংলাদেশে দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রিত ছিল।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ষষ্ঠ দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবির থেকে যাওয়া চার হাজারের বেশি রোহিঙ্গা চট্টগ্রাম গিয়ে আটকা পড়েছেন।
গত মঙ্গলবার ২ হাজার ৫৫০ জন এবং বুধবার ১ হাজার ৭১৬ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম নেওয়া হয়।
এর মধ্যে বুধবার দুই হাজারের বেশি রোহিঙ্গাকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শামীম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে যেকোনো সময় রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, রোহিঙ্গাদের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। এ দফায় স্থানান্তরের জন্য প্রস্তুত রোহিঙ্গাদের মধ্যে গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭৩ পরিবারের ৪৯৭ জন সদস্যও রয়েছেন।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পাঁচ দফায় অন্তত ১৪ হাজার ২০০ রোহিঙ্গা ভাসানচর স্থানান্তরিত হয়েছে। এ দফার দলটি পৌঁছলে সেখানে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়াবে ১৮ হাজারের বেশি।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আট লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই বাংলাদেশে দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রিত ছিল।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৩ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৭ ঘণ্টা আগে