Ajker Patrika

প্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি

নোয়াখালী প্রতিনিধি
লাল বাহিনীর পাঠানো চিঠি। ছবি: সংগৃহীত
লাল বাহিনীর পাঠানো চিঠি। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালিপ্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে ঘরের নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ওই পরিবারের সদস্য সিরাজ মিয়া নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প ও কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে বুধবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার ঘরের সামনে ওই চিঠি কে বা কারা রেখে যায়। চিঠির খামের ওপরে লেখা ‘লাল বাহিনী’।

চিঠিতে লেখা রয়েছে, ‘তোমার বাড়িতে যথেষ্ট পরিমাণ স্বর্ণালংকার ও টাকাপয়সা আছে। যদি স্বর্ণালংকার ও টাকাপয়সা না পাই, তোমার ছেলে ও নাতিকে দুনিয়া ছাড়া করব এবং ছেলের বউকে তোমার সামনে আমরা গণধর্ষণ করব।’

লাল বাহিনীর পাঠানো চিঠি। ছবি: সংগৃহীত
লাল বাহিনীর পাঠানো চিঠি। ছবি: সংগৃহীত

বাড়ির মালিক সিরাজ মিয়া জানান, তাঁর এক ছেলে ইতালিতে থাকেন। বাড়িতে স্ত্রী, ছেলের বউ, নাতি-নাতনি থাকেন। এক মাস আগে তাঁর ইতালিপ্রবাসী ছেলে বাড়িতে আসেন। বুধবার রাত ১০টার পর ছেলে বাজার থেকে বাড়িতে প্রবেশের সময় গেটের সামনে একটি খাম দেখতে পান, যার ভেতরে একটি চিঠি ছিল। চিঠিটি পড়েই পরিবারের সবার আতঙ্কে রাত কাটে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত