Ajker Patrika

কুমিল্লায় উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন সাবেক অর্থমন্ত্রীর ভাই

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২০: ৪৬
কুমিল্লায় উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন সাবেক অর্থমন্ত্রীর ভাই

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই।

আজ শনিবার সদর দক্ষিণের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘দলের অস্তিত্ব, বিভাজন ও নেতা-কর্মীদের রক্ষার্থে এবং সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল এমপির মানসম্মান রক্ষা করার স্বার্থে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ার বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেন। অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি। এ ঘোষণার পর থেকে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হাই বাবলু ও কুমিল্লা মহানগরের কিছু নেতা-কর্মী সদর দক্ষিণ উপজেলায় মহড়া দেন। মোবাইল ফোন ও সভা সমাবেশে হুমকি-ধমকি প্রদান করা হয়।

‘তারা বলে দক্ষিণের কোনো নেতা-কর্মী শহরে প্রবেশ করতে পারবে না। হাসপাতালে সেবা নিতে পারবে না। পা কেটে হাতে ধরিয়ে দেবে।

‘এ ছাড়া আমাদের আসনের এমপি আ হ ম মুস্তফা কামালকে অপমানজনক কথাবার্তা বলে। তারা নির্বাচনে পেশিশক্তি প্রয়োগ করতে চায়। এ বিষয়ে আমি প্রশাসনকে অবহিত করেছি। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে আমি প্রশাসনের সহযোগিতা চাই।’ 

জানা গেছে, আগামী ২১ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ২১ মে। সদর দক্ষিণের ৭ ইউনিয়নে ৫৫ কেন্দ্র। মোট ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯০৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত