রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়েছে। আজ সোমবার বেলা ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর চার ঘণ্টা ধরে এসব স্থাপনা পোড়ে। এ ঘটনার পর সেখানে পর্যটকদের যেতে নিষেধ করেছে প্রশাসন।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ন দেব বর্মন। তিনি জানান, আগুনে পুড়ে ছাই হয়েছে ৯৪ স্থাপনা। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রিসোর্ট ৩২ টি, বসতবাড়ি ৩৫ টি, দোকান ২০টি ও রেস্টুরেন্ট ৭ টি। পুড়ে যাওয়া ৩৫ বসতের মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯ টি, বাকি বসতগুলো লুসাই জনগোষ্ঠীর।
তবে রাঙামাটি জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়, এ অগ্নিকাণ্ডে ১২০ থেকে ১৪০ টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, বেলা পৌনে ১টার দিকে প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন দেখা যায়। এ আগুন পাশে অবকাশ ম্যানুয়েল রিসোর্টে ছড়িয়ে পড়লে সাজেক অবকাশ রিসোর্টসহ আরও কয়েকটি রিসোর্টে একের পর এক আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়।
আগুনের খবর পেয়ে বাঘাইছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি, পানছড়ি, রাঙামাটিসহ নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট সাজেক ভ্যালিতে আগুন নেভাতে আসে। পরে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন বিকেলে জানান, আগুন যাতে অন্যত্র ছড়িয়ে যেতে না পারে সে জন্য পানি ছিটানো হচ্ছে। এই রিসোর্ট এলাকাটি পাহাড়ের ওপর হওয়ায় পানি নিয়ে সংকটে পড়তে হয়েছে।
প্রথম ইকো ভ্যালি রিসোর্ট থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা গেলেও কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে প্রশাসনের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, ওই এলাকায় আপাতত পর্যটক যেতে মানা করা হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়েছে। আজ সোমবার বেলা ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর চার ঘণ্টা ধরে এসব স্থাপনা পোড়ে। এ ঘটনার পর সেখানে পর্যটকদের যেতে নিষেধ করেছে প্রশাসন।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ন দেব বর্মন। তিনি জানান, আগুনে পুড়ে ছাই হয়েছে ৯৪ স্থাপনা। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রিসোর্ট ৩২ টি, বসতবাড়ি ৩৫ টি, দোকান ২০টি ও রেস্টুরেন্ট ৭ টি। পুড়ে যাওয়া ৩৫ বসতের মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯ টি, বাকি বসতগুলো লুসাই জনগোষ্ঠীর।
তবে রাঙামাটি জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়, এ অগ্নিকাণ্ডে ১২০ থেকে ১৪০ টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, বেলা পৌনে ১টার দিকে প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন দেখা যায়। এ আগুন পাশে অবকাশ ম্যানুয়েল রিসোর্টে ছড়িয়ে পড়লে সাজেক অবকাশ রিসোর্টসহ আরও কয়েকটি রিসোর্টে একের পর এক আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়।
আগুনের খবর পেয়ে বাঘাইছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি, পানছড়ি, রাঙামাটিসহ নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট সাজেক ভ্যালিতে আগুন নেভাতে আসে। পরে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন বিকেলে জানান, আগুন যাতে অন্যত্র ছড়িয়ে যেতে না পারে সে জন্য পানি ছিটানো হচ্ছে। এই রিসোর্ট এলাকাটি পাহাড়ের ওপর হওয়ায় পানি নিয়ে সংকটে পড়তে হয়েছে।
প্রথম ইকো ভ্যালি রিসোর্ট থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা গেলেও কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে প্রশাসনের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, ওই এলাকায় আপাতত পর্যটক যেতে মানা করা হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
৪ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
৪ ঘণ্টা আগে