চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা নিধনে ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে ২৪ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ৬৫ কেজি জাটকা, পাঁচটি মাছ ধরার নৌকা ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়।
ওসি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ২৪ জেলেকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে দুই মাস ১৫ দিন করে কারাদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান। পাঁচ জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
দণ্ড প্রাপ্ত জেলেরা হলেন, জেলার বিভিন্ন উপজেলার মো. আল-আমিন, আবদুল কাদির, মো. বিল্লাল খান, রাসেল, ইয়াসিন মোল্লা, গোলজার হোসেন, মো. কামাল, বিল্লাল হোসেন, মো. নাসির, সোহরাব হোসেন, মো. জুয়েল, ময়নাল হক, আব্দুস সালাম, ধলু, আনসার আলী, রাকিব বেপারী, জাহিদ পাটয়ারী, মাঈনুদ্দিন, তাজুল ইসলাম, জুয়েল মাঝি, রাজু হাওলাদার, মাসুদ মাঝি, ইয়াছিন মাঝি ও আবদুল বারেক।
মৎস্য আইনে মামলার আসামিরা হলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার মাইন উদ্দিন ঢালী, জিহাদ, মো. পাবেল, মো. আওলাদ ও মো. রাকিব।
অভিযানের সময় জব্দ ৬৫ কেজি জাটকা ইলিশ এতিমদের মাঝে বিতরণ ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করে নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে বলে জানান ওসি।
পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, বেচা-কেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে।
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা নিধনে ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে ২৪ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ৬৫ কেজি জাটকা, পাঁচটি মাছ ধরার নৌকা ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়।
ওসি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ২৪ জেলেকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে দুই মাস ১৫ দিন করে কারাদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান। পাঁচ জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
দণ্ড প্রাপ্ত জেলেরা হলেন, জেলার বিভিন্ন উপজেলার মো. আল-আমিন, আবদুল কাদির, মো. বিল্লাল খান, রাসেল, ইয়াসিন মোল্লা, গোলজার হোসেন, মো. কামাল, বিল্লাল হোসেন, মো. নাসির, সোহরাব হোসেন, মো. জুয়েল, ময়নাল হক, আব্দুস সালাম, ধলু, আনসার আলী, রাকিব বেপারী, জাহিদ পাটয়ারী, মাঈনুদ্দিন, তাজুল ইসলাম, জুয়েল মাঝি, রাজু হাওলাদার, মাসুদ মাঝি, ইয়াছিন মাঝি ও আবদুল বারেক।
মৎস্য আইনে মামলার আসামিরা হলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার মাইন উদ্দিন ঢালী, জিহাদ, মো. পাবেল, মো. আওলাদ ও মো. রাকিব।
অভিযানের সময় জব্দ ৬৫ কেজি জাটকা ইলিশ এতিমদের মাঝে বিতরণ ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করে নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে বলে জানান ওসি।
পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, বেচা-কেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ফাতেমা বেগম রূপালীর (৩৬) সঙ্গে টিকটকে ১১ মাস আগে পরিচয় হয় পটুয়াখালীর মো. জামাল গাজী (৩৮) নামের এক যুবকের। সন্দেহ আর পারিবারিক কলহে অবশেষে স্বামীর হাতে হত্যার শিকার হন রূপালী। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি জামাল গাজীকে গ্রেপ্তার করেছে।
৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় প্রায় ২৫ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে একে একে তাদেরকে এখানে আনা হয়।
৪০ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ চলছে।
১ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুতগতির বউগাড়ির ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামের নিজ বাড়ির সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে।
২ ঘণ্টা আগে