চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা নিধনে ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে ২৪ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ৬৫ কেজি জাটকা, পাঁচটি মাছ ধরার নৌকা ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়।
ওসি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ২৪ জেলেকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে দুই মাস ১৫ দিন করে কারাদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান। পাঁচ জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
দণ্ড প্রাপ্ত জেলেরা হলেন, জেলার বিভিন্ন উপজেলার মো. আল-আমিন, আবদুল কাদির, মো. বিল্লাল খান, রাসেল, ইয়াসিন মোল্লা, গোলজার হোসেন, মো. কামাল, বিল্লাল হোসেন, মো. নাসির, সোহরাব হোসেন, মো. জুয়েল, ময়নাল হক, আব্দুস সালাম, ধলু, আনসার আলী, রাকিব বেপারী, জাহিদ পাটয়ারী, মাঈনুদ্দিন, তাজুল ইসলাম, জুয়েল মাঝি, রাজু হাওলাদার, মাসুদ মাঝি, ইয়াছিন মাঝি ও আবদুল বারেক।
মৎস্য আইনে মামলার আসামিরা হলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার মাইন উদ্দিন ঢালী, জিহাদ, মো. পাবেল, মো. আওলাদ ও মো. রাকিব।
অভিযানের সময় জব্দ ৬৫ কেজি জাটকা ইলিশ এতিমদের মাঝে বিতরণ ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করে নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে বলে জানান ওসি।
পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, বেচা-কেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে।
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা নিধনে ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এর মধ্যে ২৪ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ৬৫ কেজি জাটকা, পাঁচটি মাছ ধরার নৌকা ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়।
ওসি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ২৪ জেলেকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে দুই মাস ১৫ দিন করে কারাদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান। পাঁচ জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
দণ্ড প্রাপ্ত জেলেরা হলেন, জেলার বিভিন্ন উপজেলার মো. আল-আমিন, আবদুল কাদির, মো. বিল্লাল খান, রাসেল, ইয়াসিন মোল্লা, গোলজার হোসেন, মো. কামাল, বিল্লাল হোসেন, মো. নাসির, সোহরাব হোসেন, মো. জুয়েল, ময়নাল হক, আব্দুস সালাম, ধলু, আনসার আলী, রাকিব বেপারী, জাহিদ পাটয়ারী, মাঈনুদ্দিন, তাজুল ইসলাম, জুয়েল মাঝি, রাজু হাওলাদার, মাসুদ মাঝি, ইয়াছিন মাঝি ও আবদুল বারেক।
মৎস্য আইনে মামলার আসামিরা হলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার মাইন উদ্দিন ঢালী, জিহাদ, মো. পাবেল, মো. আওলাদ ও মো. রাকিব।
অভিযানের সময় জব্দ ৬৫ কেজি জাটকা ইলিশ এতিমদের মাঝে বিতরণ ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করে নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে বলে জানান ওসি।
পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, বেচা-কেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
১ ঘণ্টা আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে