থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে থানচি উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন অবকাঠামো নির্মাণসামগ্রীর পরীক্ষা-নিরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কার্যকরী ম্যাটেরিয়ালস কাউন্সেলিং ল্যাবরেটরির (কোয়ালিটি কন্ট্রোল ইউনিট) মান নিয়ন্ত্রণ ইউনিট উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী ড. মো. জিয়াউর ইসলাম মজুমদার।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে থানচি উপজেলা পরিষদ ভবনের একটি কক্ষে নির্মাণসামগ্রী পরীক্ষাগারের একটি ইউনিট খোলা হয়েছে। থানচি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ পরীক্ষাগারটি পরিচালনা করবেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারি বা বেসরকারিভাবে সড়ক, ভবন, কালভার্ট ও সেতু নির্মাণের আগে নির্মাণসামগ্রীর মান যাচাইয়ে ল্যাবরেটরি টেস্টের ছাড়পত্র নেওয়াই টেকসই উন্নয়নের প্রথম শর্ত। ইট, বালি, সিমেন্ট, পাথর, কংক্রিটসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের জন্য এত দিন চট্টগ্রাম শহরে যেতে হতো। এতে সময় ও খরচ দুটোই বেশি লাগত। তবে এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকার থানচিতে নির্মাণসামগ্রীর মান নিরীক্ষাগার স্থাপন করায় উপজেলার উন্নয়নকাজে গতি আসবে।
এ নিরীক্ষাগার স্থাপনকে স্বাগত জানিয়েছেন থানচিবাসী। নিরীক্ষাগার উদ্বোধনের সময় ঠিকাদার মো. আবদুল মান্নান বলেন, ‘নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য আগে চট্টগ্রামে নিয়ে যেতে হতো। সে কাজটি অনেক কষ্টকর ও ব্যয়বাহুল্য। তবে এখন থানচি উপজেলা সদরে নিরীক্ষাগার স্থাপন করা হয়েছে। আমরা এটিকে স্বাগত ও জানাই। ঠিকাদার চসাথোয়াই মারমাও একই কথা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী ড. মো. জিয়াউর ইসলাম মজুমদার। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে খ্যাতি পেয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের নির্দেশক্রমে আমরা অধিদপ্তর থানচিতে নির্মাণসামগ্রী নিরীক্ষাগার স্থাপন করতে পেরেছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের দীর্ঘায়ু কামনা করছি।’
উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, সহকারী কমিশনার (ভূমি) সেতু বড়ুয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক, উপসহকারী প্রকৌশলী মো. জাকের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বান্দরবানে থানচি উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন অবকাঠামো নির্মাণসামগ্রীর পরীক্ষা-নিরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কার্যকরী ম্যাটেরিয়ালস কাউন্সেলিং ল্যাবরেটরির (কোয়ালিটি কন্ট্রোল ইউনিট) মান নিয়ন্ত্রণ ইউনিট উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী ড. মো. জিয়াউর ইসলাম মজুমদার।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে থানচি উপজেলা পরিষদ ভবনের একটি কক্ষে নির্মাণসামগ্রী পরীক্ষাগারের একটি ইউনিট খোলা হয়েছে। থানচি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ পরীক্ষাগারটি পরিচালনা করবেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারি বা বেসরকারিভাবে সড়ক, ভবন, কালভার্ট ও সেতু নির্মাণের আগে নির্মাণসামগ্রীর মান যাচাইয়ে ল্যাবরেটরি টেস্টের ছাড়পত্র নেওয়াই টেকসই উন্নয়নের প্রথম শর্ত। ইট, বালি, সিমেন্ট, পাথর, কংক্রিটসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের জন্য এত দিন চট্টগ্রাম শহরে যেতে হতো। এতে সময় ও খরচ দুটোই বেশি লাগত। তবে এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকার থানচিতে নির্মাণসামগ্রীর মান নিরীক্ষাগার স্থাপন করায় উপজেলার উন্নয়নকাজে গতি আসবে।
এ নিরীক্ষাগার স্থাপনকে স্বাগত জানিয়েছেন থানচিবাসী। নিরীক্ষাগার উদ্বোধনের সময় ঠিকাদার মো. আবদুল মান্নান বলেন, ‘নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য আগে চট্টগ্রামে নিয়ে যেতে হতো। সে কাজটি অনেক কষ্টকর ও ব্যয়বাহুল্য। তবে এখন থানচি উপজেলা সদরে নিরীক্ষাগার স্থাপন করা হয়েছে। আমরা এটিকে স্বাগত ও জানাই। ঠিকাদার চসাথোয়াই মারমাও একই কথা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী ড. মো. জিয়াউর ইসলাম মজুমদার। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে খ্যাতি পেয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের নির্দেশক্রমে আমরা অধিদপ্তর থানচিতে নির্মাণসামগ্রী নিরীক্ষাগার স্থাপন করতে পেরেছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের দীর্ঘায়ু কামনা করছি।’
উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, সহকারী কমিশনার (ভূমি) সেতু বড়ুয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক, উপসহকারী প্রকৌশলী মো. জাকের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নরসিংদীতে দুটি বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজার ও মনোহরদী উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে দুলালপুর ইউনিয়নের
২৩ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও জুলাই আন্দোলনের স্মরণে প্রশ্ন করা হয়েছে।
২৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঘাস দিয়ে ঢাকা এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্বপাড়া থেকে লাশটি উদ্ধার করে। নিহত নারীর নাম আমিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সৌদি আরবপ্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
৩০ মিনিট আগেরাজধানীর কামরাঙ্গীরচরে চকলেট খাওয়ানোর কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
৩৮ মিনিট আগে