নোয়াখালী প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন নোয়াখালীর কবিরহাটের গোলাম আজিম রুবেল (২৪)। ওই দেশে যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে সাতজন বাংলাদেশির সঙ্গে অবস্থান করছিলেন তিনি। কিন্তু তাঁর স্বপ্ন আর পূরণ হলো না। ইতালি যাওয়ার আগে লিবিয়া পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন রুবেল।
আজ বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা আত্মীয় পারভেজ ছাদ থেকে পড়ে রুবেলের মৃত্যুর খবর মোবাইল ফোনে পরিবারকে জানান। এর আগে বাংলাদেশ সময় গতকাল বুধবার গভীর রাতে বেনগাজি শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে। রুবেল কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের মজিদের হাট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে রুবেল ছিলেন তৃতীয়।
নিহত রুবেলের বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকেন রুবেল। পরিবারের ইচ্ছে না থাকলেও জীবন-জীবিকার কথা চিন্তা করে আট মাস আগে দুবাইয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন রুবেল। দুবাই গিয়ে কয়েক দিন থাকার পর সেখান থেকে লিবিয়া যান তিনি। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে রুবেলের সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরও তিন যুবক ছিলেন। তাঁরা মোট আটজন ইতালি যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান করেন।
দেড় মাস আগে বেনগাজি শহরের একটি বাসায় লিবিয়া পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রুবেলসহ কয়েকজনকে আটক করে। পরবর্তীকালে টাকা দিয়ে তাঁরা ছাড়া পান বলে জানান রুবেলের বাবা গোলাম কিবরিয়া। তিনি আরও জানান, গতকাল রাতে আবারও লিবিয়া পুলিশ ওই বাসায় তল্লাশি চালালে রুবেলসহ অন্যরা বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করেন। রুবেল দোতলা ভবনের ছাদে গিয়ে পাশের সিলিং ধরে ঝুলে থেকে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেন। কিছুক্ষণ ঝুলে থাকার পর নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।
রুবেলের ফুপাতো ভাই রবিন জানান, লিবিয়ায় থাকা রুবেলের চাচা ও চাচাতো ভাইদের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। রুবেলের মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে রুবেলকে হারিয়ে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, কান্নায় মূর্ছা যাচ্ছেন রুবেলের মা সাদিয়া খাতুন, বাকরুদ্ধ হয়ে গেছেন তাঁর বাবা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন নোয়াখালীর কবিরহাটের গোলাম আজিম রুবেল (২৪)। ওই দেশে যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে সাতজন বাংলাদেশির সঙ্গে অবস্থান করছিলেন তিনি। কিন্তু তাঁর স্বপ্ন আর পূরণ হলো না। ইতালি যাওয়ার আগে লিবিয়া পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন রুবেল।
আজ বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা আত্মীয় পারভেজ ছাদ থেকে পড়ে রুবেলের মৃত্যুর খবর মোবাইল ফোনে পরিবারকে জানান। এর আগে বাংলাদেশ সময় গতকাল বুধবার গভীর রাতে বেনগাজি শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে। রুবেল কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের মজিদের হাট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে রুবেল ছিলেন তৃতীয়।
নিহত রুবেলের বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকেন রুবেল। পরিবারের ইচ্ছে না থাকলেও জীবন-জীবিকার কথা চিন্তা করে আট মাস আগে দুবাইয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন রুবেল। দুবাই গিয়ে কয়েক দিন থাকার পর সেখান থেকে লিবিয়া যান তিনি। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে রুবেলের সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরও তিন যুবক ছিলেন। তাঁরা মোট আটজন ইতালি যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান করেন।
দেড় মাস আগে বেনগাজি শহরের একটি বাসায় লিবিয়া পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রুবেলসহ কয়েকজনকে আটক করে। পরবর্তীকালে টাকা দিয়ে তাঁরা ছাড়া পান বলে জানান রুবেলের বাবা গোলাম কিবরিয়া। তিনি আরও জানান, গতকাল রাতে আবারও লিবিয়া পুলিশ ওই বাসায় তল্লাশি চালালে রুবেলসহ অন্যরা বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করেন। রুবেল দোতলা ভবনের ছাদে গিয়ে পাশের সিলিং ধরে ঝুলে থেকে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেন। কিছুক্ষণ ঝুলে থাকার পর নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।
রুবেলের ফুপাতো ভাই রবিন জানান, লিবিয়ায় থাকা রুবেলের চাচা ও চাচাতো ভাইদের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। রুবেলের মরদেহ দেশে আনতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে রুবেলকে হারিয়ে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, কান্নায় মূর্ছা যাচ্ছেন রুবেলের মা সাদিয়া খাতুন, বাকরুদ্ধ হয়ে গেছেন তাঁর বাবা।
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
১ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
১ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
১ ঘণ্টা আগে