ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে আইয়ুব নূর (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি একজন মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে নিহতকে ‘নির্দোষ’ বলছেন তাঁর স্বজনরা।
আজ বৃহস্পতিবার ভোরে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাদক কারবারিদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেনের।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক কারবারি। এদের মধ্যে আইয়ুব নূরের নামে ৫টি, তার দুই ছেলে আরিফ নূরের নামে ৫টি, তোফাজ্জলের নামে ১০টি মামলা আছে। আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।’
তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভোরে বিজরনগর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. সাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। তখন দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে যায়। হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তখন পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিতে আহত হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামে এক কিশোর। আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আইয়ুব নূর।
আহত পুলিশ সদস্য তুষারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে নিহত আইয়ুব নূরের মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে আনা হয়েছে।
নিহত আইয়ুব নূরের স্ত্রী সেলিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, তার স্বামী নির্দোষ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। তার স্বামীকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ সময় তিনি স্বামী হত্যার বিচার দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে আইয়ুব নূর (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি একজন মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে নিহতকে ‘নির্দোষ’ বলছেন তাঁর স্বজনরা।
আজ বৃহস্পতিবার ভোরে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাদক কারবারিদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেনের।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক কারবারি। এদের মধ্যে আইয়ুব নূরের নামে ৫টি, তার দুই ছেলে আরিফ নূরের নামে ৫টি, তোফাজ্জলের নামে ১০টি মামলা আছে। আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।’
তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভোরে বিজরনগর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. সাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। তখন দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে যায়। হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তখন পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিতে আহত হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামে এক কিশোর। আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আইয়ুব নূর।
আহত পুলিশ সদস্য তুষারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে নিহত আইয়ুব নূরের মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে আনা হয়েছে।
নিহত আইয়ুব নূরের স্ত্রী সেলিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, তার স্বামী নির্দোষ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। তার স্বামীকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ সময় তিনি স্বামী হত্যার বিচার দাবি করেন।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৯ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে