Ajker Patrika

সেন্টমার্টিনে ডুবেছে ১৩ ট্রলার, বসতভিটা ভাঙনের শঙ্কা বাসিন্দাদের

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
সেন্টমার্টিনে ডুবেছে ১৩ ট্রলার, বসতভিটা ভাঙনের শঙ্কা বাসিন্দাদের

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ডুবে গেছে ১৩টি ট্রলার। সন্ধ্যায় সাগরে জোয়ার আসলে বসতভিটা হারানোর শঙ্কা কাজ করছে দ্বীপবাসীদের মধ্যে।

আজ সোমবার সকাল থেকেই দ্বীপে প্রচণ্ড বাতাস বইতে শুরু করেছে। সেই সঙ্গে সাগর উত্তাল হয়ে দ্বীপে আঁচড়ে পড়ছে বড় বড় ঢেউ। দ্বীপের নারী ও শিশুদের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

স্থানীয়রা জানিয়েছেন, এখন সাগর ভাটা হওয়া সত্ত্বেও যেভাবে সাগর উত্তাল রয়েছে সন্ধ্যায় জোয়ার আসলে সাগর তান্ডব চালাতে পারে। এতে সেন্টমার্টিনের জেটি ও অধিকাংশ এলাকায় ভাঙন ধরতে পারে বলেও আশঙ্কা তাদের।

সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ী নুর মোহাম্মদ ও জসিম উদ্দিন শুভ জানান, সেন্টমার্টিনের লোকজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র। সন্ধ্যায় জোয়ার আসলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা তাদের।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সাগরে ১৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তার মধ্যে ২টি ট্রলারের হদিস নেই। বর্তমানে মাইকিং করা হচ্ছে। সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত