নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম ওয়াসার অনুমোদনপ্রাপ্ত ৪ হাজার ৩০০ গভীর নলকূপ থেকে উত্তোলন করা পানির জন্যও এবার গ্রাহকদের গুনতে হবে টাকা, যা আগে ছিল না। আজ বুধবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৭১তম সাধারণ সভায় গ্রাহকদের নলকূপের পানিতে মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নলকূপ থেকে উত্তোলিত পানির প্রস্তাবিত মূল্য আবাসিকের ক্ষেত্রে প্রতি ইউনিট ৬ টাকা। আর অনাবাসিক ১২ টাকা ৩৪ পয়সা। তবে ওয়াসার এই সিদ্ধান্তকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি নাজের হোসাইন।
নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘নলকূপ স্থাপন করতে আমরা অনুমোদনের জন্য টাকা দিয়েছি। আবার বছর বছর লাইসেন্স নবায়ন ফি দিচ্ছি। পানি তুলতে বিদ্যুৎ খরচ হচ্ছে। এতে মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এত কিছুর পর আবার মাটির নিচ থেকে উত্তোলিত পানির ওপর মূল্য নির্ধারণ করে দেওয়া মড়ার উপর খাঁড়ার ঘা।’
তিনি আরও বলেন, চট্টগ্রাম ওয়াসার এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
এ বিষয়ে ওয়াসাসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভূগর্ভস্থ পানি উত্তোলনকে নিরুৎসাহিত করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়াসার বোর্ডসভার কার্যপত্র থেকে জানা গেছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৪-এর উপধারা ২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসা পানির উল্লেখিত মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। পানির এই বাড়তি মূল্য আগামী বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।
তথ্যমতে, চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ বর্তমানে ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। পানির দৈনিক উৎপাদন ৪৫ থেকে ৫০ কোটি লিটার, চাহিদাও সমান।
চট্টগ্রাম ওয়াসার অনুমোদনপ্রাপ্ত ৪ হাজার ৩০০ গভীর নলকূপ থেকে উত্তোলন করা পানির জন্যও এবার গ্রাহকদের গুনতে হবে টাকা, যা আগে ছিল না। আজ বুধবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৭১তম সাধারণ সভায় গ্রাহকদের নলকূপের পানিতে মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নলকূপ থেকে উত্তোলিত পানির প্রস্তাবিত মূল্য আবাসিকের ক্ষেত্রে প্রতি ইউনিট ৬ টাকা। আর অনাবাসিক ১২ টাকা ৩৪ পয়সা। তবে ওয়াসার এই সিদ্ধান্তকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি নাজের হোসাইন।
নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘নলকূপ স্থাপন করতে আমরা অনুমোদনের জন্য টাকা দিয়েছি। আবার বছর বছর লাইসেন্স নবায়ন ফি দিচ্ছি। পানি তুলতে বিদ্যুৎ খরচ হচ্ছে। এতে মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এত কিছুর পর আবার মাটির নিচ থেকে উত্তোলিত পানির ওপর মূল্য নির্ধারণ করে দেওয়া মড়ার উপর খাঁড়ার ঘা।’
তিনি আরও বলেন, চট্টগ্রাম ওয়াসার এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
এ বিষয়ে ওয়াসাসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভূগর্ভস্থ পানি উত্তোলনকে নিরুৎসাহিত করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়াসার বোর্ডসভার কার্যপত্র থেকে জানা গেছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৪-এর উপধারা ২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসা পানির উল্লেখিত মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। পানির এই বাড়তি মূল্য আগামী বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।
তথ্যমতে, চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ বর্তমানে ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। পানির দৈনিক উৎপাদন ৪৫ থেকে ৫০ কোটি লিটার, চাহিদাও সমান।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত অপরাধীদের আড়াল করে গ্রামবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। একটি প্রভাবশালী মহল রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নিরীহ মানুষকে আসামি করে হয়রানি করছে।
১৮ মিনিট আগেমোহনগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। নৌযানটি ছেঁছরাখালী বাজারের কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের কারণে তলিয়ে যায়।
১ ঘণ্টা আগেনির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি, সহযোগী গ্রুপে ৫টি এবং ট্রেড গ্রুপে ২টি পরিচালক পদ রয়েছে। গত ২৩ জুলাই পর্যন্ত এসব পদে মোট ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৭ জন বৈধ প্রার্থী তালিকায় থাকেন। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৪।
১ ঘণ্টা আগেপুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, “ছাত্রদের নেতৃত্বে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে ফ্যাসিবাদকে বিতারিত করেছেন। এটি আমাদের একটি বড় অর্জন। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার প্রত্যয় নিতে হবে, তাহলেই এই শহীদের রক্ত সার্থক হবে বলে মনে করি।
২ ঘণ্টা আগে