Ajker Patrika

নলকূপের পানির ওপরও টাকা নেবে চট্টগ্রাম ওয়াসা, ক্যাবের তীব্র আপত্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৫: ১৮
নলকূপের পানির ওপরও টাকা নেবে চট্টগ্রাম ওয়াসা, ক্যাবের তীব্র আপত্তি

চট্টগ্রাম ওয়াসার অনুমোদনপ্রাপ্ত ৪ হাজার ৩০০ গভীর নলকূপ থেকে উত্তোলন করা পানির জন্যও এবার গ্রাহকদের গুনতে হবে টাকা, যা আগে ছিল না। আজ বুধবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৭১তম সাধারণ সভায় গ্রাহকদের নলকূপের পানিতে মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নলকূপ থেকে উত্তোলিত পানির প্রস্তাবিত মূল্য আবাসিকের ক্ষেত্রে প্রতি ইউনিট ৬ টাকা। আর অনাবাসিক ১২ টাকা ৩৪ পয়সা। তবে ওয়াসার এই সিদ্ধান্তকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি নাজের হোসাইন। 

নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘নলকূপ স্থাপন করতে আমরা অনুমোদনের জন্য টাকা দিয়েছি। আবার বছর বছর লাইসেন্স নবায়ন ফি দিচ্ছি। পানি তুলতে বিদ্যুৎ খরচ হচ্ছে। এতে মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এত কিছুর পর আবার মাটির নিচ থেকে উত্তোলিত পানির ওপর মূল্য নির্ধারণ করে দেওয়া মড়ার উপর খাঁড়ার ঘা।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম ওয়াসার এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।

এ বিষয়ে ওয়াসাসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভূগর্ভস্থ পানি উত্তোলনকে নিরুৎসাহিত করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ওয়াসার বোর্ডসভার কার্যপত্র থেকে জানা গেছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৪-এর উপধারা ২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসা পানির উল্লেখিত মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। পানির এই বাড়তি মূল্য আগামী বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়। 

তথ্যমতে, চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ বর্তমানে ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। পানির দৈনিক উৎপাদন ৪৫ থেকে ৫০ কোটি লিটার, চাহিদাও সমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত