Ajker Patrika

পাখি ধরতে গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
পাখি ধরতে গাছে উঠে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে মো. জিহাদ হোসেন (১৭) নামের এক কিশোর মারা গেছে। স্থানীয়রা বলছে, পাখি ধরতে বিদ্যুতের লাইনের সঙ্গে থাকা একটি গাছে ওঠে ওই কিশোর। বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলু আলার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই এলাকার বাহার উদ্দিনের ছেলে। 

জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয় জিহাদ। সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী একটি গাছের ওপর পাখি ধরতে ওঠে। পাখি ধরার সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান লাইনের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় জিহাদ। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত