কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর এলাকার বাসিন্দা আটো চালক রাসেলকে (১৮) হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ রোববার দুপুরে এই রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডার পাচন্দি গ্রামের আনা মিয়ার ছেলে মো. অলি উল্লাহ অলি (৩০) ও চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৬)। নিহত রাসেল একই এলাকা শুভপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে গিয়াস একজন মাদকসেবী এমন অভিযোগ করে সিএনজি চালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিন পরিকল্পনা করে।
২০১৭ সালের ১৮ জুন গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলের অটো ভাড়া করে। পরে দিনভর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে তারা কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদক সেবন করে। মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলকে শাসরোধ করে হত্যা করে।
এর আগে বিকাশের মাধ্যমে মুক্তিপণের নামে নিহত রাসেলের পরিবার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এ ঘটনায় রাসেলের শ্বশুর জয়নাল আবেদীন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার আজকের পত্রিকাকে বলেন, মামলার অভিযোগপত্রে চারজন আসামি ছিল। এর মধ্যে একরামুল হক পাগলা নামে এক আসামি মারা যান। শাহিন নামে এক আসামি খালাস পান।
অপর দুই আসামি মো. অলি উল্লাহ অলি ও গিয়াস উদ্দিনকে আদালত মৃত্যুদণ্ড দেন আদালত। মামলায় জামিন নিয়ে মৃত্যুদণ্ড আসামি মো. অলি উল্লাহ অলি পলাতক রয়েছেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর এলাকার বাসিন্দা আটো চালক রাসেলকে (১৮) হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ রোববার দুপুরে এই রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডার পাচন্দি গ্রামের আনা মিয়ার ছেলে মো. অলি উল্লাহ অলি (৩০) ও চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৬)। নিহত রাসেল একই এলাকা শুভপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে গিয়াস একজন মাদকসেবী এমন অভিযোগ করে সিএনজি চালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিন পরিকল্পনা করে।
২০১৭ সালের ১৮ জুন গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলের অটো ভাড়া করে। পরে দিনভর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে তারা কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদক সেবন করে। মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলকে শাসরোধ করে হত্যা করে।
এর আগে বিকাশের মাধ্যমে মুক্তিপণের নামে নিহত রাসেলের পরিবার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এ ঘটনায় রাসেলের শ্বশুর জয়নাল আবেদীন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার আজকের পত্রিকাকে বলেন, মামলার অভিযোগপত্রে চারজন আসামি ছিল। এর মধ্যে একরামুল হক পাগলা নামে এক আসামি মারা যান। শাহিন নামে এক আসামি খালাস পান।
অপর দুই আসামি মো. অলি উল্লাহ অলি ও গিয়াস উদ্দিনকে আদালত মৃত্যুদণ্ড দেন আদালত। মামলায় জামিন নিয়ে মৃত্যুদণ্ড আসামি মো. অলি উল্লাহ অলি পলাতক রয়েছেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় শালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দি করে পিটিয়ে আহত করে। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার..
২২ মিনিট আগেচাঁদপুরে তালিকাভুক্ত খামারির সংখ্যা ৩ হাজার ৭৭০ জন। তাদের খামারে উৎপাদিত হয়েছে ৪২ হাজার ৪৯৭টি গরু এবং ১৯ হাজার ৬০১টি ছাগল, ভেড়া ও অন্যান্য পশু। এর মধ্যে ষাঁড় ২৪ হাজার ২৪৭ টি, বলদ ৭ হাজার ৭৮১ টি, গাভী ১০ হাজার ৪৬৯ টি, মহিষ ২১৭ টি, ছাগল ১৮ হাজার ৪৫৮ টি, ভেড়া ৮৩০টি ও অন্যান্য পশু ৯৬ টি।
২৫ মিনিট আগেশিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও বেতন ভাতা মেলেনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক...
২৭ মিনিট আগেঅসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির...
১ ঘণ্টা আগে