Ajker Patrika

চট্টগ্রাম সাড়ে ৩ মাসে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৩: ৪৭
চট্টগ্রাম সাড়ে ৩ মাসে সর্বোচ্চ মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। 

রোববার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৯৭ জন ও নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৫ জন। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার প্রায় ২৭ শতাংশ। একই সময়ে তিনজন মারা গেছেন। এর আগে গত বছরের ৬ অক্টোবর করোনায় তিনজনের মৃত্যু হয়।

শনিবার এক হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষায় ৫৫০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৮ শতাংশ। যা সব বিভাগের চেয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত ও আক্রান্তের হার বেশি ছিল। যেখানে এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ১২ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ হাজার ৩৩৮ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৪ হাজার ৯৭৭ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

পাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত