Ajker Patrika

কক্সবাজারে আ.লীগের ৫ নেতা–কর্মী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২১: ০৩
কক্সবাজারে আ.লীগের ৫ নেতা–কর্মী গ্রেপ্তার

কক্সবাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার রাতে শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে পৌর মৎসজীবী লীগের নেতা এম শাহাবুদ্দিন জনিকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব। এর আগে শহরের সুগন্ধা বিচ এলাকা থেকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সম্পাদক মেজবাহ উদ্দিনকে (৪৩) গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘গত ৩ আগস্ট সরকার পতনের আন্দোলনে শহরে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার দায় স্বীকার করেছেন।’ তাঁদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

এদিকে জেলার উখিয়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পালংখালী ও রাজাপালং ইউনিয়নে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের কর্মী ছৈয়দ নুর ওরফে প্রকাশ, বার্মাইয়া ছৈয়দ নুর (৩৬), হেলাল উদ্দিন (২৮) ও জাহাঙ্গীর আলম (২৮)। 

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত