Ajker Patrika

ফেনীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত, আহত ৫ 

ফেনী প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০৬
ফেনীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত, আহত ৫ 

ফেনী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও এক্সকাভেটরের (মাটি খোঁড়ার যন্ত্র) সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার পাঁচ যাত্রী। গতকাল শুক্রবার রাতে ফেনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. লিমন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে ভাড়া থাকতেন। আহতরা হলেন মুন্না, রাতুল, রাকিব, শাকিল ও রাকিব। তাঁরাও সুলতানপুর এলাকায় বসবাস করতেন। 

স্থানীয়রা জানায়, অটোরিকশাটি ধর্মপুরের বটতলীতে যাওয়ার সময় শহরের সুলতানপুর এলাকায় এক্সকাভেটর মেশিনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক মো. লিমন ও পাঁচ যাত্রী আহত হন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মো. লিমন মারা যান। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত পাঁচজনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় এক্সকাভেটর মেশিনচালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত