নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর এলাকায় অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে যাওয়া রেললাইনের ১২৬ ফুট পরপর আটটি স্থানে কাটা হচ্ছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত অংশে রেললাইন কাটার কাজ শুরু করেন রেলকর্মীরা। এই কাজ শেষ হতে পাঁচ-সাতদিন সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ।
দারিয়াপুর এলাকায় রেললাইনের আটটি স্থানে কাটা শেষে কাঠের স্লিপার সরিয়ে পিসি স্লিপার (সিমেন্টের) বসানো হবে। এদিকে আপ লাইনে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
আখাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মনিরুল ইসলাম বলেন, ‘দারিয়াপুর এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৬২৫টি স্লিপার ভেঙে গেছে। আপলাইনে দুই কিলোমিটার ২০০ মিটার পরপর রেললাইনে জয়েন্ট রয়েছে। এটিকে বাফার বলা হয়। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন লম্বা হয়ে যায়। তাই বেকে যাওয়া প্রতিরোধে দারিয়াপুর এলাকায় ১২৬ ফুট পরপর আটটি পয়েন্টে রেললাইন কাটা হবে। এখন রেল লাইন কাটার কাজ চলছে।’
এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক। তিনি বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন এলে লাল নিশানা উড়িয়ে কাজ বন্ধ রেখে ট্রেন যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ট্রেন চলে গেলে আবার কাজ শুরু করা হয়। এই কাজ শেষ হতে পাঁচ-সাত দিন সময় লাগবে।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু গোকর্ণ লেভেল ক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত দারিয়াপুর পর্যন্ত আপলাইনের সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে।’
অতিরিক্ত তাপমাত্রায় রেল লাইন বেকে যাওয়ায় গত বৃহস্পতিবার বেলা ১টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত আপ লাইনে রেল চলাচল বন্ধ থাকে। এর পরদিন শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে রেল চলাচল।
ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর এলাকায় অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে যাওয়া রেললাইনের ১২৬ ফুট পরপর আটটি স্থানে কাটা হচ্ছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত অংশে রেললাইন কাটার কাজ শুরু করেন রেলকর্মীরা। এই কাজ শেষ হতে পাঁচ-সাতদিন সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ।
দারিয়াপুর এলাকায় রেললাইনের আটটি স্থানে কাটা শেষে কাঠের স্লিপার সরিয়ে পিসি স্লিপার (সিমেন্টের) বসানো হবে। এদিকে আপ লাইনে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
আখাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মনিরুল ইসলাম বলেন, ‘দারিয়াপুর এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৬২৫টি স্লিপার ভেঙে গেছে। আপলাইনে দুই কিলোমিটার ২০০ মিটার পরপর রেললাইনে জয়েন্ট রয়েছে। এটিকে বাফার বলা হয়। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন লম্বা হয়ে যায়। তাই বেকে যাওয়া প্রতিরোধে দারিয়াপুর এলাকায় ১২৬ ফুট পরপর আটটি পয়েন্টে রেললাইন কাটা হবে। এখন রেল লাইন কাটার কাজ চলছে।’
এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক। তিনি বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন এলে লাল নিশানা উড়িয়ে কাজ বন্ধ রেখে ট্রেন যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ট্রেন চলে গেলে আবার কাজ শুরু করা হয়। এই কাজ শেষ হতে পাঁচ-সাত দিন সময় লাগবে।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু গোকর্ণ লেভেল ক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত দারিয়াপুর পর্যন্ত আপলাইনের সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে।’
অতিরিক্ত তাপমাত্রায় রেল লাইন বেকে যাওয়ায় গত বৃহস্পতিবার বেলা ১টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত আপ লাইনে রেল চলাচল বন্ধ থাকে। এর পরদিন শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে রেল চলাচল।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে