Ajker Patrika

এবার বেঁকে যাওয়া রেল লাইনের ৮ স্থানে কাটা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
এবার বেঁকে যাওয়া রেল লাইনের ৮ স্থানে কাটা হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর এলাকায় অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে যাওয়া রেললাইনের ১২৬ ফুট পরপর আটটি স্থানে কাটা হচ্ছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত অংশে রেললাইন কাটার কাজ শুরু করেন রেলকর্মীরা। এই কাজ শেষ হতে পাঁচ-সাতদিন সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ। 

দারিয়াপুর এলাকায় রেললাইনের আটটি স্থানে কাটা শেষে কাঠের স্লিপার সরিয়ে পিসি স্লিপার (সিমেন্টের) বসানো হবে। এদিকে আপ লাইনে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। 

আখাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মনিরুল ইসলাম বলেন, ‘দারিয়াপুর এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৬২৫টি স্লিপার ভেঙে গেছে। আপলাইনে দুই কিলোমিটার ২০০ মিটার পরপর রেললাইনে জয়েন্ট রয়েছে। এটিকে বাফার বলা হয়। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন লম্বা হয়ে যায়। তাই বেকে যাওয়া প্রতিরোধে দারিয়াপুর এলাকায় ১২৬ ফুট পরপর আটটি পয়েন্টে রেললাইন কাটা হবে। এখন রেল লাইন কাটার কাজ চলছে।’ 

ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর এলাকায় বেঁকে যাওয়া রেললাইন কাটছেন শ্রমিকেরাএদিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক। তিনি বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন এলে লাল নিশানা উড়িয়ে কাজ বন্ধ রেখে ট্রেন যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ট্রেন চলে গেলে আবার কাজ শুরু করা হয়। এই কাজ শেষ হতে পাঁচ-সাত দিন সময় লাগবে।’ 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু গোকর্ণ লেভেল ক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত দারিয়াপুর পর্যন্ত আপলাইনের সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে।’ 

অতিরিক্ত তাপমাত্রায় রেল লাইন বেকে যাওয়ায় গত বৃহস্পতিবার বেলা ১টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত আপ লাইনে রেল চলাচল বন্ধ থাকে। এর পরদিন শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে রেল চলাচল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত