Ajker Patrika

হাতিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৩: ৫৯
হাতিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

নিখোঁজের দুই দিন পর নোয়াখালীর হাতিয়ায় একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে শিশু দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার ওই পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

গত শুক্রবার সকালে নিজদের বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু দুজন। সম্পর্কে তারা দুজন মামাতো-ফুপাতো ভাই। 

নিহত দুই শিশু হলো—সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) এবং একই এলাকারা আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। 

নিহতের স্বজনেরা বলছেন, গত শুক্রবার বাড়ি থেকে খেলতে গিয়ে আর ফিরে আসেনি তারা। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে আজ সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে সংবাদ দেয়। 

এ ঘটনায় সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নিহত শিশুদের মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাঁকে জানায়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলেন। প্রাথমিকভাবে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিয়া থানার পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, দুই শিশু নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন মোবাইল ফোনে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত