Ajker Patrika

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতের হামলা, কুপিয়ে ২ জনকে হত্যা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৪, ০৯: ৪২
চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতের হামলা, কুপিয়ে ২ জনকে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতের দল হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করেছে দাদি ও নাতিকে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের পশ্চিম রাধাসার বকাউলবাড়িতে এ ঘটনা ঘটে। তবে ডাকাতেরা ওই বাড়ি থেকে কিছু নিয়েছে কি না, সে ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

ডাকাতের হামলায় নিহতরা হলেন বকাউলবাড়ির ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২) এবং তার দাদি হামিদা (৭০)। এ ঘটনায় ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমাকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেছে ডাকাতের দল। 

ওই গ্রামের খানবাড়ির বাবলু বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে নিহত আরাফাতের মা শাহিন আমাকে ফোন করে বলে তাদের বাড়িতে ডাকাত ঢুকেছে, অনেককে কুপিয়েছে। পরে স্থানীয় মসজিদের মাইকে বকাউলবাড়িতে ডাকাত ঢুকেছে বলে প্রচার করা হয়। আমিসহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে দেখি প্রবাসী ইউসুফের মায়ের মৃতদেহ খাটের ওপর পড়ে আছে। তাঁর ছেলে আরাফাত ও মেয়ে হালিমা আহত অবস্থায় নিচে পড়ে আছে। তাদের শরীর থেকে রক্ত যাচ্ছে।’ 

বাবলু আরও বলেন, স্থানীয় মসজিদের ইমাম ও অন্যদের সহযোগিতায় আহতদের কাঁধে করে রাস্তায় এনে পাশের বাড়ি থেকে অটো নিয়ে হাসপাতালে আসি। আসার পথেই আরাফাত মারা যায়। হাসপাতাল থেকে আরাফাতের বোন হালিমাকে কুমিল্লায় পাঠানো হয়। শুনেছি সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয় অটোরিকশাচালক জহির বলেন, ‘রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আনুমানিক সাড়ে ১২টার পরে আমার বাড়িতে আহত আরাফাত ও তার বোন হালিমাকে নিয়ে আসে স্থানীয়রা। পরে আমার ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।’ 

একই বাড়ির সাহাবুদ্দিন বলেন, ‘ডাকাতির ঘটনায় ফোন পেয়ে আমরা ওই বাড়িতে যাই। আমার বড় ভাইয়ের স্ত্রী ফাতেমা জানান, তালা ভেঙে তার ঘরেও ডাকাতের দল প্রবেশ করেছে। তিনি অন্য একটি রুমের দরজা আটকে বিভিন্নজনকে ফোন করে বাড়িতে ডাকাতি হচ্ছে বলে জানাচ্ছিলেন। ডাকাত দলের সদস্যরা কালো বোরকা পরা ছিল।’ 

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। ডাকাতদের হামলায় দুজন নিহত হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত