Ajker Patrika

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে সমাবেশ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি 
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২৩: ১২
রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে সমাবেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিনের প্রতিনিধি আবু তাহের, সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের এস এম বাবুল, সাবেক সভাপতি দৈনিক নয়া দিগন্তের মো. ফারুক হোসেন, সহসভাপতি দৈনিক আমাদের সময়ের জাকির হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি ডেইলি সানের রহমত উল্যাহ পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি দৈনিক নবচেতনার মনির হোসেন বাবুল, দৈনিক আমার দেশের মাসুদ রানা মনি, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার ইকবাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘আত্মহত্যার পেছনের প্রকৃত ঘটনা কী। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, পারিবারিকভাবে তিনি সুস্থ কি না? মানসিকভাবে তিনি অসুস্থ কি না, মাদকাসক্ত কি না? সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে ওনার মানসিক অবস্থা কেমন ছিল। ময়নাতদন্তের পাশাপাশি মৃত ব্যক্তির ডোপ টেস্ট করারও অনুরোধ করেন সাংবাদিকেরা। এসব তথ্য উদ্‌ঘাটন হলেই মূল ঘটনা প্রকাশ পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত