কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর শিশুকে (৫) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) এর বিচারক মোছাম্মদ মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মো. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমা নিত হওয়ায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। এ ছাড়া একই উপজেলার শুশুন্ডা গ্রামের মো. হোসেনের ছেলে আলাউদ্দিনের (৩১) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস প্রদান করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন–মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাসিন্দা মো. ময়নাল হোসেন (৩৩), মো. নাজমুল হাছান (৩০), মো. শাহীন খান ওরফে শাহীন মিয়া (২০) এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন–একই গ্রামের মো. রবিউল হাসান (৩৪)। রায় ঘোষণাকালে আদালত কাঠগড়ায় আসামি মো. শাহীন খান ওরফে শাহীন মিয়া অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার ফুপা নাজমুল হাছান ও তার সহযোগীরা। পরে শিশুটির বাবা ওমান প্রবাসী ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে।
এ ঘটনায় শিশুর বাবা অজ্ঞাতদের আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ৩৮ দিন পর ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তারসহ শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর মা শাহিনুর বেগম বলেন, ‘ছেলেকে আর ফিরে পাব না, কিন্তু আদালতের এ রায়ে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমরা চাই আদালতের এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়।’
কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর শিশুকে (৫) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) এর বিচারক মোছাম্মদ মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মো. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমা নিত হওয়ায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। এ ছাড়া একই উপজেলার শুশুন্ডা গ্রামের মো. হোসেনের ছেলে আলাউদ্দিনের (৩১) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস প্রদান করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন–মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাসিন্দা মো. ময়নাল হোসেন (৩৩), মো. নাজমুল হাছান (৩০), মো. শাহীন খান ওরফে শাহীন মিয়া (২০) এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন–একই গ্রামের মো. রবিউল হাসান (৩৪)। রায় ঘোষণাকালে আদালত কাঠগড়ায় আসামি মো. শাহীন খান ওরফে শাহীন মিয়া অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার ফুপা নাজমুল হাছান ও তার সহযোগীরা। পরে শিশুটির বাবা ওমান প্রবাসী ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে।
এ ঘটনায় শিশুর বাবা অজ্ঞাতদের আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ৩৮ দিন পর ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তারসহ শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর মা শাহিনুর বেগম বলেন, ‘ছেলেকে আর ফিরে পাব না, কিন্তু আদালতের এ রায়ে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমরা চাই আদালতের এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়।’
চাঁদপুরে তালিকাভুক্ত খামারির সংখ্যা ৩ হাজার ৭৭০ জন। তাদের খামারে উৎপাদিত হয়েছে ৪২ হাজার ৪৯৭টি গরু এবং ১৯ হাজার ৬০১টি ছাগল, ভেড়া ও অন্যান্য পশু। এর মধ্যে ষাঁড় ২৪ হাজার ২৪৭ টি, বলদ ৭ হাজার ৭৮১ টি, গাভী ১০ হাজার ৪৬৯ টি, মহিষ ২১৭ টি, ছাগল ১৮ হাজার ৪৫৮ টি, ভেড়া ৮৩০টি ও অন্যান্য পশু ৯৬ টি।
৪ মিনিট আগেশিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও বেতন ভাতা মেলেনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক...
৫ মিনিট আগেঅসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির...
১ ঘণ্টা আগেশনিবার সকাল ১০টা থেকেই ইশরাকের সমর্থকেরা জড়ো হতে থাকেন। সেখানে উপস্থিত ৬১ নম্বর ওয়ার্ডের মো. রফিক বলেন, ‘আদালত রায় দিয়েছেন তিনি (ইশরাক) মেয়র। তাহলে কেন এত টালবাহানা করা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে?’
১ ঘণ্টা আগে