নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিক্ষোভের মুখে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানা বন্ধ ঘোষণার পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে অন্য একটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সিইপিজেডের প্যাসিফিক ক্যাজুয়াল নামের একটি কারখানার সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে, গতকাল রোববার সকালে খাদ্য ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের আশ্বস্ত করার পরও বিক্ষোভ অব্যাহত থাকে। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজে এসে ফটকে বন্ধের নোটিশ ঝুলে থাকতে দেখেন। পরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেওয়ার পরও আজ শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় পাশের একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বলেন প্যাসিফিকের শ্রমিকেরা। এতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে আশ্বস্ত করে। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসেন।
তবে শ্রমিকদের দাবি, আজ প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় প্যাসিফিক জিনস গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এর আগে প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘অবৈধভাবে শ্রমিকদের কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবিদাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।’
বিক্ষোভের মুখে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানা বন্ধ ঘোষণার পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। বিক্ষোভ চলাকালে অন্য একটি কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে সিইপিজেডের প্যাসিফিক ক্যাজুয়াল নামের একটি কারখানার সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এর আগে, গতকাল রোববার সকালে খাদ্য ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের আশ্বস্ত করার পরও বিক্ষোভ অব্যাহত থাকে। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। আজ সকালে কারখানার শ্রমিকেরা কাজে এসে ফটকে বন্ধের নোটিশ ঝুলে থাকতে দেখেন। পরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেওয়ার পরও আজ শ্রমিকদের একটি অংশ কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় পাশের একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বলেন প্যাসিফিকের শ্রমিকেরা। এতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে আশ্বস্ত করে। পরে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসেন।
তবে শ্রমিকদের দাবি, আজ প্যাসিফিক নিট ডিভিশনের অধীন প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ থাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় প্যাসিফিক জিনস গ্রুপের অধীন এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এর আগে প্যাসিফিক ক্যাজুয়ালস কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘অবৈধভাবে শ্রমিকদের কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবিদাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।’
দখলের সংক্রমণ থেকে বেরই হতে পারছে না রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দখলের থাবায় ক্রমে আয়তন কমছে বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির। সীমানা প্রাচীরের বাইরে জমি দখল করে গড়ে উঠেছে সাততলা বস্তি, ঘর, দোকান, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা।
৪ ঘণ্টা আগেঅবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
৬ ঘণ্টা আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
৬ ঘণ্টা আগে