Ajker Patrika

চট্টগ্রামে কম খরচে বোন ম্যারো প্রতিস্থাপন করল এভারকেয়ার হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০০: ১২
চট্টগ্রামে কম খরচে বোন ম্যারো প্রতিস্থাপন করল এভারকেয়ার হাসপাতাল

চট্টগ্রামে কম খরচে এক রোগীর বোন ম্যারো প্রতিস্থাপন করে সফল হয়েছে এভারকেয়ার হাসপাতাল। এতে ফরিদ উদ্দিন আহমেদ (৪৯) নামের রোগী খরচ হয়েছে ৬ লাখ ৩৪ হাজার টাকা। এটি চট্টগ্রাম মানুষের জন্য বড় ধরনের সুখবর বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ সোমবার চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে বোন ম্যারোর ট্রান্সপ্লান্টের সফলতা নিয়ে কথা বলেন হেমাটোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ।

তিনি জানান, চট্টগ্রামে ফরিদ উদ্দিন আহমেদসহ ঢাকায় তাঁর টিম ৭৫ জন রোগীর বোন ম্যারোর ট্রান্সপ্লান্টের চিকিৎসা করেছেন। সফলতার হার ৭৯ শতাংশ। অর্থাৎ আমেরিকায় যেখানে ৬০ শতাংশকে আদর্শমান হিসেবে ধরা হয়। সেখানে বাংলাদেশে ৭৯ শতাংশ মানে বিশ্বের অনেক নামীদামি হাসপাতালের চেয়ে বেশি।

তিনি বলেন, বোন ম্যারোর ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ চিকিৎসা বিদেশে নিতে গেলে ৩০ থেকে ৬০ লাখ টাকা খরচ হয়। ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ থেকে একজন রোগী থাকাসহ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ৩০ লাখের বেশি খরচ হয়। সেখানে চট্টগ্রামে ৬-৮ লাখের মধ্যে হয়ে যায়। চট্টগ্রামে প্রথম বোন ম্যারো প্রতিস্থাপন হওয়া রোগী ফরিদ উদ্দিন আহমেদ এখন সুস্থ আছেন।

ডা. আবু জাফর জানান, পিঠে জয়েন্টের ব্যথা নিয়ে দেশের বাইরে চিকিৎসা নেন ফরিদ উদ্দিন আহমেদ। কিন্তু তিনি ভুল চিকিৎসা পান। এরপর চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাঁর বোন ম্যারো ক্যানসার হয়েছে। গত ১৯ জানুয়ারি তার বোন ম্যারো প্রতিস্থাপনের কাজ করা হয়। বর্তমানে সুস্থ থাকায় ১১ দিন পর রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বোন ম্যারো প্রতিস্থাপন (বিএমটি) বা স্টেম সেল প্রতিস্থাপন হলো একটি প্রক্রিয়া যা ক্ষতিগ্রস্ত বোন ম্যারো রক্ত সৃষ্টিকারী স্বাস্থ্যকর স্টেম সেল দিয়ে প্রতিস্থাপন করা হয়। এটি সাধারণত দরকার হয়, যখন বোন ম্যারো সঠিকভাবে কাজ করে না এবং পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর রক্ত কণিকা প্রস্তুত করতে পারে না। বাংলাদেশে ব্যয়বহুল হওয়ায় খুবই কমসংখ্যক এ চিকিৎসা হয়। এবারই চট্টগ্রামে প্রথমবারের মতো হয়েছে বলে জানান ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ।

আবু জাফর বলেন, ‘বিএমটি একটি সূক্ষ্ম ও জটিল চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যাওয়া বোন ম্যারো বা অস্থিমজ্জাতে সুস্থ কোষ প্রতিস্থাপন করা হয়। রক্তজনিত অসুখ, যেমন: লিউকোমিয়া, লিম্ফোমা ইত্যাদি রোগে আক্রান্তদের জন্য এটি জীবন রক্ষাকারী একটি চিকিৎসা পদ্ধতি। চট্টগ্রামের চিকিৎসা খাতের প্রথম অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সফলভাবে সম্পন্ন করতে পেরে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য তো বটেই, একই সঙ্গে চট্টগ্রামবাসীর জন্যও গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, বিএমটি পরিষেবা প্রদানের মাধ্যমে আমরা এখন অনেক কম খরচেই রোগীদের সেরা চিকিৎসাসেবা ও অভিজ্ঞতা প্রদান করতে পারব। শিগগিরই এটি সকলের জন্য সহজলভ্য করে তোলা হবে এবং আর কাউকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত