Ajker Patrika

ফেনী জেলা যুবদলের সম্পাদক ঢাকা থেকে গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৩, ২১: ৪৬
Thumbnail image

ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ঢাকার নয়াপল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বদীপ কুমার দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আটটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাসির উদ্দিন খন্দকার ঢাকায় পল্টন এলাকায় অবস্থান করছে। আজ বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ফেনী নিয়ে আসা হয়।’

ওসি আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে গ্রেপ্তার প্রতিবাদে সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে মিছিলটি ইসলামপুর রোডে বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত