কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চার স্তরের ব্যাপক নিরাপত্তাবলয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে চলছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।
নাগরিকদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২টি র্যাবের পেট্রোল টিম, ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঙ্গে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি আর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা একটু বেশি।
এদিকে সকালে ভোট গ্রহণ শুরুর পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ। একই ওয়ার্ডের ওমেদ আলী বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান মাবু।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হবে বলে আশা করেন এই কর্মকর্তা।
কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী), ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ পাঁচজন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।
চার স্তরের ব্যাপক নিরাপত্তাবলয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে চলছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।
নাগরিকদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২টি র্যাবের পেট্রোল টিম, ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঙ্গে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি আর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা একটু বেশি।
এদিকে সকালে ভোট গ্রহণ শুরুর পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ। একই ওয়ার্ডের ওমেদ আলী বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান মাবু।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হবে বলে আশা করেন এই কর্মকর্তা।
কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী), ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ পাঁচজন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
২ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৩ ঘণ্টা আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
৩ ঘণ্টা আগে