Ajker Patrika

মামলা প্রত্যাহার, ট্রেনের বগি বাড়ানোসহ ৪ দাবি চবি শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৬
মামলা প্রত্যাহার, ট্রেনের বগি বাড়ানোসহ ৪ দাবি চবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, শাটল ট্রেনে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। পরে দাবির সমর্থনে বুদ্ধিজীবী চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

চার দফা দাবির মধ্যে রয়েছে অজ্ঞাতপরিচয় শিক্ষার্থীদের আসামি করে দেওয়া মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের পূর্ণ সুস্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়া, শাটল ট্রেনে সবার সিট নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন বগি ও ইঞ্জিন সংস্কার করা, চবি মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার ও পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা করা।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাঈনুল হিমেল বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিছু ষড়যন্ত্রকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে, গুজব ছড়িয়ে দিয়েছে। ভাঙচুর সাধারণত শিক্ষার্থীরা করেনি। ষড়যন্ত্রকারীরা ভাঙচুর করেছে, দায় দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।’

সমাজতত্ত্ব বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘কারা এসব ভাঙচুর চালিয়েছে আগে তাদের খুঁজে বের করা হোক। ঘটনার দিন বিকেলেও দুর্ঘটনায় একজন আহত হয়েছিল, সেটি জানার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের শিক্ষকেরা আছেন ৷ আমাদের অভিভাবক কোথায়? যদি তাঁরাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন, এটা অবশ্যই প্রত্যাহার করা উচিত।’

গত বৃহস্পতিবার শাটল ট্রেনে দুর্ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে দুটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি মামলায় সাতজন করে আসামি করা হয়। এ ছাড়া ৪০০-৫০০ জন শিক্ষার্থীকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

দুটি মামলার একটির বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ, অপরটির বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. আবদুর রাজ্জাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত