চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, শাটল ট্রেনে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। পরে দাবির সমর্থনে বুদ্ধিজীবী চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
চার দফা দাবির মধ্যে রয়েছে অজ্ঞাতপরিচয় শিক্ষার্থীদের আসামি করে দেওয়া মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের পূর্ণ সুস্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়া, শাটল ট্রেনে সবার সিট নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন বগি ও ইঞ্জিন সংস্কার করা, চবি মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার ও পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা করা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাঈনুল হিমেল বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিছু ষড়যন্ত্রকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে, গুজব ছড়িয়ে দিয়েছে। ভাঙচুর সাধারণত শিক্ষার্থীরা করেনি। ষড়যন্ত্রকারীরা ভাঙচুর করেছে, দায় দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।’
সমাজতত্ত্ব বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘কারা এসব ভাঙচুর চালিয়েছে আগে তাদের খুঁজে বের করা হোক। ঘটনার দিন বিকেলেও দুর্ঘটনায় একজন আহত হয়েছিল, সেটি জানার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের শিক্ষকেরা আছেন ৷ আমাদের অভিভাবক কোথায়? যদি তাঁরাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন, এটা অবশ্যই প্রত্যাহার করা উচিত।’
গত বৃহস্পতিবার শাটল ট্রেনে দুর্ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে দুটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি মামলায় সাতজন করে আসামি করা হয়। এ ছাড়া ৪০০-৫০০ জন শিক্ষার্থীকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
দুটি মামলার একটির বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ, অপরটির বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. আবদুর রাজ্জাক।
শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, শাটল ট্রেনে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। পরে দাবির সমর্থনে বুদ্ধিজীবী চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
চার দফা দাবির মধ্যে রয়েছে অজ্ঞাতপরিচয় শিক্ষার্থীদের আসামি করে দেওয়া মামলা প্রত্যাহার, আহত শিক্ষার্থীদের পূর্ণ সুস্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়া, শাটল ট্রেনে সবার সিট নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন বগি ও ইঞ্জিন সংস্কার করা, চবি মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার ও পর্যাপ্ত মেডিসিনের ব্যবস্থা করা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাঈনুল হিমেল বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিছু ষড়যন্ত্রকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে, গুজব ছড়িয়ে দিয়েছে। ভাঙচুর সাধারণত শিক্ষার্থীরা করেনি। ষড়যন্ত্রকারীরা ভাঙচুর করেছে, দায় দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।’
সমাজতত্ত্ব বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘কারা এসব ভাঙচুর চালিয়েছে আগে তাদের খুঁজে বের করা হোক। ঘটনার দিন বিকেলেও দুর্ঘটনায় একজন আহত হয়েছিল, সেটি জানার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের শিক্ষকেরা আছেন ৷ আমাদের অভিভাবক কোথায়? যদি তাঁরাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন, এটা অবশ্যই প্রত্যাহার করা উচিত।’
গত বৃহস্পতিবার শাটল ট্রেনে দুর্ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে দুটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি মামলায় সাতজন করে আসামি করা হয়। এ ছাড়া ৪০০-৫০০ জন শিক্ষার্থীকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
দুটি মামলার একটির বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ, অপরটির বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. আবদুর রাজ্জাক।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
২ ঘণ্টা আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
২ ঘণ্টা আগে