Ajker Patrika

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রী প্রাণ হারিয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো ওই গ্রামের দিনমজুর মনু মিয়ার মেয়ে পাখি আক্তার (৭) ও সাইফুর রহমান মাসুদের মেয়ে আলিশা খাতুন (৭)। উভয়ে ফকির মার্কেট নুরানি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।

চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার জানান, দুই শিশু মায়েদের অগোচরে পুকুরে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে একজনের লাশ ভেসে উঠলে খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত