চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানার প্রধান ফটকে মোহাম্মদ উল্লাহ নামের এক সাংবাদিককে মারধর করে ছিনতাই করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি।
এ ঘটনায় ওই সাংবাদিক একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন। ভিডিওর সূত্র ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে চিনতে পেরেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।
মোহাম্মদ উল্লাহ বলেন, ‘উপজেলা ভূমি অফিসের সামনে একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে ব্যক্তিগত অফিসে ফিরছিলাম। চকরিয়া থানার মূল ফটকের ৫০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেল গতি রোধ করেন তৌহিদ ও তাঁর সঙ্গে থাকা কয়েক নারী। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে মারধর করতে শুরু করেন। সঙ্গে থাকা জিনিস ছিনিয়ে নেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করতে চাইলে বাইক ফেলে দৌড়ে থানার ভেতর ঢুকে যাই। কী কারণে আমার ওপর হামলা করেছে জানি না।’
এ বিষয়ে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী বলেন, ‘এক গণমাধ্যমকর্মীর পথ রোধ করে হামলা ও ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে এজাহার দিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’
কক্সবাজারের চকরিয়া থানার প্রধান ফটকে মোহাম্মদ উল্লাহ নামের এক সাংবাদিককে মারধর করে ছিনতাই করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি।
এ ঘটনায় ওই সাংবাদিক একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন। ভিডিওর সূত্র ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে চিনতে পেরেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।
মোহাম্মদ উল্লাহ বলেন, ‘উপজেলা ভূমি অফিসের সামনে একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে ব্যক্তিগত অফিসে ফিরছিলাম। চকরিয়া থানার মূল ফটকের ৫০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেল গতি রোধ করেন তৌহিদ ও তাঁর সঙ্গে থাকা কয়েক নারী। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে মারধর করতে শুরু করেন। সঙ্গে থাকা জিনিস ছিনিয়ে নেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করতে চাইলে বাইক ফেলে দৌড়ে থানার ভেতর ঢুকে যাই। কী কারণে আমার ওপর হামলা করেছে জানি না।’
এ বিষয়ে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী বলেন, ‘এক গণমাধ্যমকর্মীর পথ রোধ করে হামলা ও ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে এজাহার দিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেবগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুজন মিয়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের বাসিন্দা।
৮ মিনিট আগেঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটি পুড়ে গেছে। আগুন দেখে বাস থেকে চালক, সুপারভাইজার ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হননি। বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার...
১০ মিনিট আগেবাংলাদেশের বড় নদীগুলোর মধ্যে অন্যতম যমুনা। বর্ষাকালে থইথই করা এ নদী পৌষ মাস থেকে শুকিয়ে যেতে শুরু করে। এখন নদীতে পড়েছে অসংখ্য চর। মাইলের পর মাইল ধু ধু বালুচরে চাষাবাদ করছেন চাষিরা।
১০ মিনিট আগে