চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া থানার প্রধান ফটকে মোহাম্মদ উল্লাহ নামের এক সাংবাদিককে মারধর করে ছিনতাই করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি।
এ ঘটনায় ওই সাংবাদিক একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন। ভিডিওর সূত্র ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে চিনতে পেরেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।
মোহাম্মদ উল্লাহ বলেন, ‘উপজেলা ভূমি অফিসের সামনে একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে ব্যক্তিগত অফিসে ফিরছিলাম। চকরিয়া থানার মূল ফটকের ৫০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেল গতি রোধ করেন তৌহিদ ও তাঁর সঙ্গে থাকা কয়েক নারী। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে মারধর করতে শুরু করেন। সঙ্গে থাকা জিনিস ছিনিয়ে নেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করতে চাইলে বাইক ফেলে দৌড়ে থানার ভেতর ঢুকে যাই। কী কারণে আমার ওপর হামলা করেছে জানি না।’
এ বিষয়ে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী বলেন, ‘এক গণমাধ্যমকর্মীর পথ রোধ করে হামলা ও ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে এজাহার দিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’
কক্সবাজারের চকরিয়া থানার প্রধান ফটকে মোহাম্মদ উল্লাহ নামের এক সাংবাদিককে মারধর করে ছিনতাই করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি।
এ ঘটনায় ওই সাংবাদিক একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন। ভিডিওর সূত্র ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে চিনতে পেরেছেন ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।
মোহাম্মদ উল্লাহ বলেন, ‘উপজেলা ভূমি অফিসের সামনে একটি রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে ব্যক্তিগত অফিসে ফিরছিলাম। চকরিয়া থানার মূল ফটকের ৫০ গজ দূরে পৌঁছালে মোটরসাইকেল গতি রোধ করেন তৌহিদ ও তাঁর সঙ্গে থাকা কয়েক নারী। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে মারধর করতে শুরু করেন। সঙ্গে থাকা জিনিস ছিনিয়ে নেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করতে চাইলে বাইক ফেলে দৌড়ে থানার ভেতর ঢুকে যাই। কী কারণে আমার ওপর হামলা করেছে জানি না।’
এ বিষয়ে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী বলেন, ‘এক গণমাধ্যমকর্মীর পথ রোধ করে হামলা ও ছিনতাইয়ের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে এজাহার দিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’
চিকিৎসকদের তোপের মুখে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।
৬ মিনিট আগেআবারও গাছ কেটে ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। এতে অর্ধশতাধিক গাছ কাটা পড়বে বলে ধারণা করা....
১০ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
১৪ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৪১ মিনিট আগে