Ajker Patrika

সীতাকুণ্ডে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত, ছেলে জখম

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত, ছেলে জখম

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরু বাজার থেকে বাড়ি ফেরার পথে মো. মুমিনুল হক মামুন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ছাড়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মুমিনুলের ছেলে আলী হোসেন সবুজ (২৬)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট-বাংলাবাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

মুমিনুল মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হাসনাবাদ এলাকার ইউপি সদস্য মো. আকবর হোসেনের বড় ভাই। তিনি ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। 
ইউপি সদস্য আকবর হোসেন বলেন, সন্ধ্যায় ফকির হাট গরুর বাজার থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে তাঁর ভাই মুমিনুল ও ভাতিজা সবুজ বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি মুরাদপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ তিনটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে এসে তাঁদের গতিরোধ করে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার ভেতরে থাকা দুর্বৃত্তরা ধারালো ছুরি ও কিরিচের ভয় দেখিয়ে তাঁর ভাই মুমিনুলকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এ সময় তাঁর বাবাকে বাঁচাতে সবুজ এগিয়ে গেলে তাঁকে গুরুতর জখম করা হয়। এ ঘটনার একপর্যায়ে বাপ-ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুমিনুলকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য আকবর হোসেন আরও জানান, দুর্বৃত্তরা কেন বা কী কারণে তাঁর ভাই এবং ভাতিজার ওপর হামলা চালিয়েছে, তাঁরা তা জানতে পারেননি। তাঁর ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হলেও, সারা দিন কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তাই তাঁর সঙ্গে কারও শত্রুতা থাকারও কথা না। এটি পরিকল্পিত হামলা বলে দাবি করছেন তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি জানান, দুর্বৃত্তের হামলায় নিহতের খবর পেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ তাঁরা ঘটনাস্থলে ছুটে গেছেন। পূর্ব শত্রুতার জেরে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে কী কারণে তাঁদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার দুপুরের পর মমিনুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ কর্মকর্তা সুমন বণিক আরও বলেন, এ ঘটনায় কেউ এখনো মামলা করতে আসেননি। নিহত ব্যক্তির আত্মীয়স্বজন আসার পর হত্যা মামলা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত