কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জেলের টানা জালে ধরা পড়েছে ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদে বিশাল আকৃতির এই সামুদ্রিক মাছটি ধরা পড়ে। ওই দ্বীপের কোনারপাড়ার বাসিন্দা কালু ফকিরের জালে ভোল মাছটি ধরা পড়ে।
শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদের মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘণ্টাখানেক পর জাল টানার চেষ্টা করেন জেলেরা। এ সময় ছোট মাছের সঙ্গে ওই ভোল মাছটি জালে আটকে যায়।
পরে জেলেরা নদ থেকে মাছটি রশি বেঁধে টেনে কূলে তুলে নিয়ে আসেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি শাহপরীর দ্বীপের জেটিঘাটে নেওয়া হয়। বিশালাকৃতির ভোল মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় লোকজন।
শাহপরীর দ্বীপের কোনারপাড়ার জেলে মাঝি নুর মোহাম্মদ জানান, জালে প্রথমবার ১৯৪ কেজি ওজনের বড় ভোল মাছ আটকা পড়েছে। মাছটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এনে দাম হাঁকানো হয় তিন লাখ টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলম দুই লাখ ৬০ হাজার টাকা দিয়ে মাছটি কেনেন।
ব্যবসায়ী নুরুল আলম বলেন, শাহপরীর দ্বীপে প্রথমবারের মতো এত বড় ভোল মাছ ধরা পড়েছে। গত বছরে এ সময় সেন্ট মার্টিন দ্বীপে ১৫০ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছিল। আগামীকাল সকালে টেকনাফ পৌরসভার মাছ বাজারে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘শাহপরীর দ্বীপের এক জেলের জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। স্থানীয় ভাষায় এটিকে ভোল মাছ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস বলেই (raiamas-bola)। বিরল প্রজাতির এ মাছটি সব সময় পাওয়া যায় না। সাধারণত শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।’
তিনি আরও বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান এবং জেলেরা ভালো দাম পাচ্ছেন।
কক্সবাজারের টেকনাফে নাফ নদে জেলের টানা জালে ধরা পড়েছে ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদে বিশাল আকৃতির এই সামুদ্রিক মাছটি ধরা পড়ে। ওই দ্বীপের কোনারপাড়ার বাসিন্দা কালু ফকিরের জালে ভোল মাছটি ধরা পড়ে।
শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদের মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘণ্টাখানেক পর জাল টানার চেষ্টা করেন জেলেরা। এ সময় ছোট মাছের সঙ্গে ওই ভোল মাছটি জালে আটকে যায়।
পরে জেলেরা নদ থেকে মাছটি রশি বেঁধে টেনে কূলে তুলে নিয়ে আসেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি শাহপরীর দ্বীপের জেটিঘাটে নেওয়া হয়। বিশালাকৃতির ভোল মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় লোকজন।
শাহপরীর দ্বীপের কোনারপাড়ার জেলে মাঝি নুর মোহাম্মদ জানান, জালে প্রথমবার ১৯৪ কেজি ওজনের বড় ভোল মাছ আটকা পড়েছে। মাছটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এনে দাম হাঁকানো হয় তিন লাখ টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলম দুই লাখ ৬০ হাজার টাকা দিয়ে মাছটি কেনেন।
ব্যবসায়ী নুরুল আলম বলেন, শাহপরীর দ্বীপে প্রথমবারের মতো এত বড় ভোল মাছ ধরা পড়েছে। গত বছরে এ সময় সেন্ট মার্টিন দ্বীপে ১৫০ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছিল। আগামীকাল সকালে টেকনাফ পৌরসভার মাছ বাজারে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘শাহপরীর দ্বীপের এক জেলের জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। স্থানীয় ভাষায় এটিকে ভোল মাছ বলা হলেও এর বৈজ্ঞানিক নাম রেইয়ামেস বলেই (raiamas-bola)। বিরল প্রজাতির এ মাছটি সব সময় পাওয়া যায় না। সাধারণত শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।’
তিনি আরও বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান এবং জেলেরা ভালো দাম পাচ্ছেন।
‘স্টপ রিভার পলুশন, সেভ লাইভস’—এই বার্তা সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম এক সাঁতার প্রতিযোগিতা। নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন করে রায়পুরা রানার্স কমিউনিটি।
২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে