Ajker Patrika

নবীনগরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৬: ৫৬
নবীনগরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় নবীনগর উপজেলার বড় বাঙ্গরা বাইতুন নুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ুইবাড়ি গ্রামের হাফিজ মিয়ার ছেলে গোলাম রাব্বি (২৫), মালাই গ্রামের কাদির চৌধুরীর ছেলে পিয়াস চৌধুরী (২৪) ও মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার বায়রা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলাম রাব্বি ও পিয়াস চৌধুরী মোটরসাইকেল নিয়ে নবীনগরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন সাব্বির মিয়া। নবীনগর উপজেলার বড় বাঙ্গরা বাইতুন নূর জামে মসজিদের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে সাব্বির মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত গোলাম রাব্বি ও পিয়াস চৌধুরীকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত