চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরসভার চিরিংগা শহর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা সাড়ে তিন শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালায় চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া পৌরসভা।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। এ সময় ১৩টি মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চকরিয়া পৌরশহর কক্সবাজার ও পার্বত্য বান্দরবানের পাঁচ উপজেলার সংযোগস্থল। শহরের মহাসড়ক ও ফুটপাতের ওপর নানা পণ্যের দোকানপাট বসানো হয়েছে। এ ছাড়া মহাসড়কে বাস, ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশাসহ অন্যান্য গাড়ির অবৈধ স্ট্যান্ড থাকায় নিত্যদিন যানজট লেগে থাকে। এতে শহরে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নানা বিড়ম্বনায় পড়েন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওপর গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করতে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন ও চকরিয়া পৌর কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ৩৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের লোকজন, থানা–পুলিশ এবং পৌরসভার বর্জ্য ও পরিচ্ছন্ন বিভাগের শতাধিক লোকজন উচ্ছেদ অভিযানে অংশ নেন।
উচ্ছেদের পর কয়েকজন ভ্রাম্যমাণ দোকানদার জানান, ফুটপাতে বসলে চিরিংগা সোসাইটি ফল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে প্রতিদিন ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। এ ছাড়া স্থানীয় নেতাদের দৈনিক ও মাসিক চাঁদা দিতে হয়। এ ছাড়া যে মার্কেট বা দোকানের সামনে ভাসমান দোকান বসানো হয়; তাঁদেরও এককালীন মোটা অঙ্কের টাকা দিতে হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ বলেন, ‘পৌর শহরের ফুটপাতে হকার ও অবৈধ স্ট্যান্ড থাকার কারণে যানজট লেগেই থাকে। এতে দুর্ভোগে পড়েন লোকজন। অভিযানের পর যেসব দোকানদার অবৈধভাবে দোকানপাট বসাবে, তাঁদের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ এবার আইনগত ব্যবস্থা নেবেন।’
এ ব্যাপারে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান বলেন, পৌর শহরে উচ্ছেদ অভিযানের সময় অবৈধভাবে দোকান বসানোর কারণে ১৩টি মামলায় ৭৮ হাজর টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন অনেক পর্যটক চলাচল করে। যানজটের কারণে অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই পৌরশহরে যানজটমুক্ত রাখতে, ফুটপাতে কোনো প্রকার দোকানপাট বসতে দেওয়া হবে না। ফুটপাতে অবৈধভাবে দোকান বসালে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার চিরিংগা শহর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা সাড়ে তিন শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালায় চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া পৌরসভা।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। এ সময় ১৩টি মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চকরিয়া পৌরশহর কক্সবাজার ও পার্বত্য বান্দরবানের পাঁচ উপজেলার সংযোগস্থল। শহরের মহাসড়ক ও ফুটপাতের ওপর নানা পণ্যের দোকানপাট বসানো হয়েছে। এ ছাড়া মহাসড়কে বাস, ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশাসহ অন্যান্য গাড়ির অবৈধ স্ট্যান্ড থাকায় নিত্যদিন যানজট লেগে থাকে। এতে শহরে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নানা বিড়ম্বনায় পড়েন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওপর গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করতে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন ও চকরিয়া পৌর কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ৩৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের লোকজন, থানা–পুলিশ এবং পৌরসভার বর্জ্য ও পরিচ্ছন্ন বিভাগের শতাধিক লোকজন উচ্ছেদ অভিযানে অংশ নেন।
উচ্ছেদের পর কয়েকজন ভ্রাম্যমাণ দোকানদার জানান, ফুটপাতে বসলে চিরিংগা সোসাইটি ফল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে প্রতিদিন ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। এ ছাড়া স্থানীয় নেতাদের দৈনিক ও মাসিক চাঁদা দিতে হয়। এ ছাড়া যে মার্কেট বা দোকানের সামনে ভাসমান দোকান বসানো হয়; তাঁদেরও এককালীন মোটা অঙ্কের টাকা দিতে হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ বলেন, ‘পৌর শহরের ফুটপাতে হকার ও অবৈধ স্ট্যান্ড থাকার কারণে যানজট লেগেই থাকে। এতে দুর্ভোগে পড়েন লোকজন। অভিযানের পর যেসব দোকানদার অবৈধভাবে দোকানপাট বসাবে, তাঁদের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ এবার আইনগত ব্যবস্থা নেবেন।’
এ ব্যাপারে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান বলেন, পৌর শহরে উচ্ছেদ অভিযানের সময় অবৈধভাবে দোকান বসানোর কারণে ১৩টি মামলায় ৭৮ হাজর টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন অনেক পর্যটক চলাচল করে। যানজটের কারণে অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই পৌরশহরে যানজটমুক্ত রাখতে, ফুটপাতে কোনো প্রকার দোকানপাট বসতে দেওয়া হবে না। ফুটপাতে অবৈধভাবে দোকান বসালে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে জামায়াতের দুই কর্মী নিহতের পর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পিস্তলটি কোতোয়ালি থানার লুট হওয়া অস্ত্র বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কাওসার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি লোহার সেতুর মালামাল নিয়ে নিজ বাড়ির সামনে ব্যক্তিগত সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে এই সেতু নির্মাণের কাজ চলছে। সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউন কবির বলছেন, আমি তাঁদের নিষেধ কর
১৯ মিনিট আগেবাগেরহাটের রামপালে বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঝনঝনিয়া চেয়ারম্যান মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন ও সদস্যসচিব কাজী জাহিদুল ইসলামের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ বাধে।
২৩ মিনিট আগেবরিশালের হিজলা উপজেলায় অবৈধ চিমনির ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদীর পাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে।
৩৭ মিনিট আগে